কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধবিরতি চুক্তিতে সহ-স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:০৬

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস): মালয়েশিয়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সহ-স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর চলমান এশিয়া সফরের প্রথম ধাপ। চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে আগামী বৃহস্পতিবার আলোচনার মাধ্যমে ট্রাম্পের এই সফর শেষ হবে।

কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চলতি বছরের রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর এই চুক্তিতে স্বাক্ষর করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চুক্তির আওতায় মানবিক বিবেচনায় ১৮ জন কম্বোডিয়ান যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হবে।

গত জুলাইয়ের শেষদিকে দুই প্রতিবেশী দেশ একটি প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়, যার মধ্যস্থতায় ভূমিকা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে এরপর থেকে উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

মালয়েশিয়ায় পৌঁছে ট্রাম্প এই চুক্তিকে ‘গ্রেট পিস ডিল... যা আমি গর্বের সঙ্গে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে মধ্যস্থতা করেছি’ বলে উল্লেখ করেন।

চুক্তি স্বাক্ষরের সময় তিনি একে “ঐতিহাসিক পদক্ষেপ” হিসেবে অভিহিত করেন এবং এই পদক্ষেপের জন্য অনুতিন চার্নভিরাকুল এবং হুন মানেতকে অভিনন্দন জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০