
শেরপুর, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার নকলা উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় হাবিবা নুর রিয়ানা নামের পাঁচমাস বয়সি একটি শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে নকলা উপজেলার শিববাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হাবিবা নুর রিয়ানা জেলার নকলা উপজেলার পিপড়ী গ্রামের হানিফ উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে মা রুপালী বেগম তার শিশু সন্তান হাবিবা নুর রিয়ানাকে কোলে নিয়ে ব্যাটারি-চালিত অটোরিকশা যোগে তার কর্মস্থল মোফাজ্জলিয়া দাখিল মাদ্রাসায় যাচ্ছিলেন।
পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি-চালিত ভ্যানগাড়ীর সঙ্গে ব্যাটারি-চালিত অটোরিকশার ধাক্কা লাগলে মা ও মেয়ে দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু হাবিবা নুর রিয়ানাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।