বাগেরহাটের বিভিন্ন উপজেলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:১৭
যুবদল কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক শোভাযাত্রা ও পথসভার আয়োজন করা হয় ।ছবি: বাসস

বাগেরহাট, ৩০ অক্টোবর ২০২৫ (বাসস): যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে যুবদল কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক শোভাযাত্রা ও পথসভার আয়োজন করা হয়। পরে তারা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করে। 

গতকাল বিকেলে কচুয়া উপজেলা বিজয় চত্বরে অনুষ্ঠিত এ পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন ও শেখ হুমায়ুন কবির।

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার মশিউর রহমান মুক্তা সভা সঞ্চালনা করেন। সভায় কচুয়া যুবদল নেতা মিন্টুর হত্যাকারীদের বিচার ও অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।  

বক্তারা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলের সব নেতা কর্মী মাঠে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। পরে কচুয়া উপজেলার সামনে বিজয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

একইদিন বিকেলে জেলার মোল্লাহাটে বিরামহীন বৃষ্টিতে ভিজে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ চত্বরে এসে শেষ হয়।

মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ এসময় উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাপলা কলি যুক্ত করে ইসির প্রতীক তালিকা হালনাগাদ, গেজেট প্রকাশ
মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও অর্থ বিতরণ
পে-কমিশনের সঙ্গে ইউজিসি মতবিনিময়, সর্বোচ্চ বেতন দেড় লাখ করার প্রস্তাব
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিও ছাড়
ঝিনাইদহে কৃষকদের ব্যতিক্রমী সংবর্ধনা
বোয়ালখালীতে চার দোকানিকে জরিমানা
প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
জমকালো আয়োজনে শুরু হলো ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ
শেখ হাসিনার উপ-প্রেস সচিব খোকন ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ
নির্বাচন নিয়ে সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে বিএনপির : মির্জা ফখরুল
১০