পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নেত্রকোণায় বিআরডিবি কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৩৪ আপডেট: : ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৬
সড়ক দুর্ঘটনায় বিআরডিবি কর্মকর্তা নিহত। ছবি: বাসস

নেত্রকোণা, ৩০ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার বারহাট্টায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে  বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড(বিআরডিবি) এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত বিআরডিবি কর্মকর্তা শেখ ফিরোজ মিয়া (৪৫) জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চাকুয়া গ্রামের কাছু শেখের পুত্র। তিনি বারহাট্টা বিআরডিবি অফিসে উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বারহাট্টা-বাউসী সড়কের মোয়াটী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করে এবং এর চালককে ধরে পুলিশে সোপর্দ করে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, নিহত ফিরোজ মিয়া গতকাল বুধবার অফিস শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বারহাট্টা-বাউসী সড়কের মোয়াটী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা অন্য আরোহী আঘাতপ্রাপ্ত হন। আশপাশের লোকজন পিকআপ ভ্যান ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। 

বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বাসসকে জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। পুলিশ আসার আগেই পরিবারের লোকজন ফিরোজের লাশ বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যরা লাশের ময়নাতদন্তের জন্য দিতে রাজি নন। তারা এ ঘটনায় কোনো মামলাও করবেন না বলে জানিয়েছেন।

তিনি আরও জানান, পিকআপ ভ্যান ও চালককে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাপলা কলি যুক্ত করে ইসির প্রতীক তালিকা হালনাগাদ, গেজেট প্রকাশ
মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও অর্থ বিতরণ
পে-কমিশনের সঙ্গে ইউজিসি মতবিনিময়, সর্বোচ্চ বেতন দেড় লাখ করার প্রস্তাব
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিও ছাড়
ঝিনাইদহে কৃষকদের ব্যতিক্রমী সংবর্ধনা
বোয়ালখালীতে চার দোকানিকে জরিমানা
প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
জমকালো আয়োজনে শুরু হলো ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ
শেখ হাসিনার উপ-প্রেস সচিব খোকন ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ
নির্বাচন নিয়ে সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে বিএনপির : মির্জা ফখরুল
১০