ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধা কমরেডদের ওপর হামলা করেছে : মাহমুদুর রহমান

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৭:০৯
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বুধবার রাজশাহী বিশ্বিবদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনতায়নে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন। ছবি : বাসস

রাবি, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধা কমরেডদের ওপর হামলা করেছে। 

তিনি বলেন, ‘গোপালগঞ্জের এই ঘটনা জুলাইয়ে যারা আমরা একসঙ্গে লড়াই করেছিলাম, তাদের জন্য একটি ওয়েকআপ কল। এ রকম অবস্থা চলতে থাকলে, আবারও অধিকার আদায়ে আমাদের রাস্তায় নামতে হবে।’

বুধবার রাজশাহী বিশ্বিবদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনতায়নে ‘শহীদ আবু সাঈদ ও জাগ্রত চেতনার বাংলাদেশ’- শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। 

মাহমুদুর রহমান আরো বলেন, গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধা কমরেডদের ওপর হামলা করেছে। আমার একটি প্রতিবেদন ‘জবানে লাগাম দিন’-এ আমি বলার চেষ্টা করেছিলাম যে,  জুলাই যোদ্ধারা যদি রাজনৈতিকভাবে বিভাজিত হয়ে যায়, তারা যদি একে অপরকে বিনাশ করার জন্য রাস্তায় নামে, তাহলে তার পরিণতিতে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। কাকতালীয়ভাবে তার প্রমাণ আমরা গোপালগঞ্জে দেখতে পাচ্ছি।

তিনি বলেন, ‘অনেকে বলে জুলাই বিপ্লবের পেছনে আবেগ কাজ করে না। কিন্তু আমি মনে করি আবেগটাই সব। আবেগের কারণেই মানুষ জীবন দেয়। আবেগ না থাকলে মানুষ জীবন দিতে পারে না।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
১০