রাজশাহী, ২৮ আগস্ট ২০২৫ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ ফের পরিবর্তন করা হয়েছে।
ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর। বুধবার দুপুরেও ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। এর আগে নির্বাচনের তারিখ নির্ধারণ করা ছিল ১৫ সেপ্টেম্বর। এ নিয়ে মোট ৩ বার রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হলো।
বুধবার সন্ধ্যা ৭ টায় জরুরি সভায় বসে নির্বাচন কমিশন। সভায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের নতুন তারিখ ও তফসিল পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে রাত সাড়ে ৯ টার দিকে প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর কথা বিবেচনা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বর পুননির্ধারণ করা হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী, ৩১ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে; মনোনয়নপত্র দাখিল করা যাবে ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ৬ ও ৭ সেপ্টেম্বর।
প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ সেপ্টেম্বর; প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর; মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৫ সেপ্টেম্বর; প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।