মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২০:৫২
ছবি : বাসস

জাবি, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ‘মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। এতে শিক্ষার্থীদের মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা হয়।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদে অনুষ্ঠিত এই সেমিনারে ‘মনের যত্ন : শিক্ষাজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য’ বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মুস্তাকিম ফারুকী এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু, কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. জেবুন্নাহার।

সেমিনারে বক্তব্যকালে ড. জেবুন্নাহার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্য রক্ষায় ব্যক্তিগত অগ্রাধিকার নির্ধারণ জরুরি। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে ক্ষতির চেয়ে এর সুফল বেশি।’

তিনি আত্মহত্যাপ্রবণতা বা চরম একাকীত্বে ভোগা ব্যক্তিদের জাতীয় জরুরি হেল্পলাইন ৯৯৯ অথবা স্বাস্থ্য হটলাইন ১৬২৬৩-তে যোগাযোগ করার আহ্বান জানান। পাশাপাশি ‘মনের বন্ধু’, ‘কান পেতে রই’ এবং ‘আঁচল’-এর মতো মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানকারী সংগঠনের কথা উল্লেখ করেন।

আলোচনায় ড. মুস্তাকিম ফারুকী আত্মসন্দেহ ও অবহেলার পরিণতি সম্পর্কে বলেন, ‘আত্মসন্দেহ থেকে উদ্ভূত ছোট ভুলগুলো পরবর্তীতে বড় সমস্যার কারণ হতে পারে। আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।’

তিনি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও অগ্রাধিকার নির্ধারণের পরামর্শ দেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জাকসু-এর সাধারণ সম্পাদক মজহারুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, নির্বাহী সদস্য নাবিলা বিনতে হারুনসহ অন্যান্য ছাত্র প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
১০