ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৪৪.৫ ওভারে ১৯০ রানে অলআউট হয় আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান।
আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১১ রান করা রহমানুল্লাহ গুরবাজকে শিকার করেন বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব।
নবম ওভারে প্রথম আক্রমণে এসেই উইকেট তুলে নেন স্পিনার তানভীর ইসলাম। তিন নম্বরে নামা সেদিকুল্লাহ আতালকে ৮ রানে শিকার করেন তিনি।
দলীয় ৬৫ রানে পায়ের ইনজুরিতে আহত অবসর নেন ব্যক্তিগত ৯ রানে থাকা রহমত শাহ। তার ফেরার পর দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। ৪ রান করা আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদিকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচের জয়ের নায়ক আজমতুল্লাহ ওমারাজাইকে রানের খাতা খুলতে দেননি আরেক স্পিনার রিশাদ হোসেন। এতে ৭৯ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান।
পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটিতে আফগানিস্তানের রান ১শ পার করেন জাদরান ও নবি। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরির দেখা পান ৭০ বল খেলা জাদরান।
৩০তম ওভারের প্রথম বলে নবিকে শিকার করে জুটি ভাঙেন তানজিম। ২২ রান করেন নবি। এরপর নাঙ্গোলিয়া খারোতেকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন জাদরান। এই জুটি ৩৬ রানের বেশি যোগ করতে পারেনি। ১৩ রানে রান আউট হন খারোতে।
রশিদ খানকে ১ রানে শিকার করে দ্বিতীয় উইকেটের দেখা পান মিরাজ। ১৫৭ রানে সপ্তম উইকেট পতনের পর আফগানিস্তানের রানের গতি বাড়ান জাদরান ও এএম গাজানফর। অষ্টম উইকেটে ৩২ বলে ৩১ রান তুলে আফগানদের ২শ রানের কাছাকাছি নিয়ে যান তারা। কিন্তু ২ রানের ব্যবধানে জাদরান ও গাজানফর আউট হলে আফগানদের ২শ রান পাওয়া হুমকির মুখে পড়ে। কারণ ১৯০ রানে নবম উইকেট হারায় আফগানরা।
এসময় শেষ ব্যাটার হিসেবে ক্রিজে ফিরেন ১৫তম ওভারে আহত অবসর নেওয়া রহমত। কিন্তু ১ বলের বেশি খেলতে পারেননি তিনি। পায়ের ইনজুরিতেই হুইলচেয়ারে মাঠ ছাড়েন রহমত। এতে ৪৪.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
মিরাজের তৃতীয় শিকার হয়ে ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন জাদরান। ১৪০ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৯৫ রান করেন জাদরান।
১০ ওভারে ৪২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার মিরাজ। এছাড়া রিশাদ-তানজিম ২টি করে এবং তানভীর ১ উইকেট নেন।