ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগ মুর্হূতে আজ বাংলাদেশ দলে যোগ দিয়েছেন নাইম শেখ।
ভিসা জটিলতায় আরব আমিরাতে সঠিক সময় যেতে পারেননি নাইম। ফলে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি।
শেষ পর্যন্ত নাইম দলের সাথে যোগ দিতে পারলেও ভিসা সমস্যা কাটিয়ে আরব আমিরাত যেতে পারেননি টি-টোয়েন্টি দলে থাকা সৌম্য সরকার। তাই দলে থাকা সত্ত্বেও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সৌম্য।
আরব আমিরাতে দলের সাথে যোগ দেওয়ায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে খেলার সুযোগ থাকছে নাইমের সামনে।
দেশ ছাড়ার আগে নাইম বলেন, ‘আমি খুশি যে, ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ফ্লাইটে উঠতে পারছি। বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলাম আমি। টিম ম্যানেজমেন্ট যদি আমাকে একাদশে সুযোগ দেয় তাহলে ভাল পারফরমেন্স করার চেষ্টা করব।’