জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২০:১৫
ছবি : বাসস

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫ (বাসস) : জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১২টি দেশের অংশগ্রহণে ঢাকায় আজ থেকে শুরু হয়েছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম সন্ধ্যায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনের পর এক উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

যুব ও ক্রীড়া সচিব তার বক্তব্যে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 'এই ধরনের টুর্নামেন্ট শুধু অ্যাথলেটদের পারফরম্যান্স বৃদ্ধি করে না, সবার মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটায়। টেনিসের প্রসারে এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের মাঝে উৎসাহ বৃদ্ধি করবে। বাংলাদেশের টেনিসের উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।’ 

টেনিস ফেডারেশনকে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার জন্য ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম শুরু করার কথাও বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সহ সভাপতি আশরাফুজ্জামান খান পুটন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন, অ্যাডহক কমিটির সদস্য বেগম হোসনে আরা রিনা ও টুর্নামেন্ট ডিরেক্টর সোহেল সরকার। 

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে সুজুকি মটরবাইকস, ব্যাংক এশিয়া ও ডানা পেট্রোলিয়াম লি:।

এর আগে আজ সকালে শুরু হয়েছে টুর্নামেন্টের বাছাইপর্বের খেলা। আগামীকালও বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের আকর্ষণীয় খেলা। বালক বিভাগে বাছাইপর্বে মোট ২৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছে, যাদের মধ্যে থেকে ১০ জন মূল ড্র'র ২২ জন খেলোয়াড়ের সাথে যুক্ত হবে। বালিকা বিভাগে মূল ড্র’তে মোট ২৭ জন খেলোয়াড় অংশ নেবে।

প্রথম দিনের খেলায় বাছাইপর্বের প্রথম রাউন্ডে 'বাই' পেয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন বাংলাদেশের তাসবিদ রহমান, আল মাহিদ, সাফওয়ান সামি, মোহাম্মদ তানভীর ও বকুল আলী। এছাড়া ভারতের দিলীপ কুমারের বিপক্ষে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন অবিনাশ রাজ। দ্বিতীয় রাউন্ডে অবিনাশ ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন আল মাহিদকে। আরেক ম্যাচে সাফওয়ান ওয়াকওভার পেয়েছেন ভারতের গণেশ শিনের বিপক্ষে। তবে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের তাসবিদ রহমান, মোহাম্মদ তানভীর ও বকুল আলী।

এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১২টি দেশের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। দেশগুলো হলো : অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক বাংলাদেশ। 

প্রতিযোগিতায় টুর্নামেন্ট রেফারী হিসেবে দায়িত্ব পালন করছেন আইটিএফ হোয়াইট ব্যাজ (লেভেল-২) রেফারী বাংলাদেশের মাসফিয়া আফরিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
১০