আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন এমবাপ্পে

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২০:২৭

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : আইসল্যান্ডের বিপক্ষে সোমবার বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্স দল থেকে ছিটকে গেছেন কিলিয়ান এমবাপ্পে ও ইব্রাহিমা কোনাটে।

ডান গোঁড়ালির ইনজুরিতে কিছুদিন ধরেই সমস্যায় ছিলেন এমবাপ্পে। তার উপর শুক্রবার প্যারিসে আজারবাইজানের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে দুইবার গোঁড়ালিতে আঘাত পান। ৩-০ গোলে জয়ের ম্যাচটিতে এমবাপ্পের গোলেই এগিয়ে গিয়েছিল ফ্রান্স। ম্যাচ শেষের আগে অবশ্য তাকে বদলী বেঞ্চে নিয়ে যান কোচ দিদিয়ের দেশ্যম।

এদিকে ডান উরুর সমস্যার কারনে লিভারপুল ডিফেন্ডার কোনাটে অবশ্য বেঞ্চেই ছিলেন। তার স্থানে আইসল্যান্ডের বিপক্ষে মার্সেইর বেঞ্জামিন পাভার্ডকে দলে নেয়া হয়েছে।

এমবাপ্পের অনুপস্থিতিতে অক্টোবরের বিশ্বকাপের বাছাইপর্বে ফ্রান্সের ফরোয়ার্ড লাইনে ইনজুরির তালিকা লম্বা হলো। ইতোমধ্যেই ইনজুরি সমস্যায় দলের বাইরে রয়েছেন ওসমানে ডেম্বেলে, ডিসায়ার ডুয়ে, মার্কোস থুরাম ও ব্র্যাডলি বারকোলা।

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) এক বিবৃতিতে জানানো হয়েছে এমবাপ্পের সাথে কথা বলার পর কোচ দেশ্যম তার অনুপস্থিতির বিষয়টি স্বীকার করেছেন। বিবৃবিতে আরো বলা হয় এমবাপ্পেকে তার ক্লাব রিয়াল মাদ্রিদে ছেড়ে দেয়া হয়েছে। তার পরিবর্তে দলে নতুন কাউকে অন্তর্ভূক্ত করা হবে না। একইসাথে কোনাটেকেও ক্লাবে ফেরাত দেবার বিষয়টি জানানো হয়েছে।

হালকা ইনজুরি নিয়ে কোনাটে জাতীয় দলে যোগ দিয়েছিলেন। গত কয়েকদিন তাকে যথাযথ পর্যবেক্ষনে রাখা হয়েছিল এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
১০