বর্জ্য ব্যবস্থাপনা ও নদী দূষণ মোকাবিলায় এডিবির সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:১৩ আপডেট: : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭
এডিবির সঙ্গে উপদেষ্টা রিজওয়ানা হাসানের মতবিনিময়। ছবি : পিআইডি

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নদী দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও মানুষ-হাতি সংঘাত মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা চেয়েছেন।

আজ রোববার রাজধানীর বন অধিদপ্তরে পরিবেশ উপদেষ্টার সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টর হো ইউন জংয়ের সাক্ষাতকালে তিনি এ সহযোগিতা চান।

তিনি সহজ শর্তে ঋণ সহায়তা নিশ্চিত করার পাশাপাশি দেশের আটটি বিভাগের আটটি প্রধান নদীর পুনরুদ্ধার পরিকল্পনার কথা তুলে ধরেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং জানান, আগামী পাঁচ বছর ধরে বাংলাদেশকে প্রতি বছর ১ বিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ সহায়তা দেবে এডিবি।

তিনি বলেন, এডিবি বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে অনুদানসহ আর্থিক সহায়তা বাড়াবে। নদী পুনরুদ্ধার উদ্যোগগুলোকে জাতীয় অভিযোজন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জনপরামর্শ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

বৈঠকে বাংলাদেশে জলবায়ু সহনশীলতা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে এডিবির প্রতিশ্রুতির বিষয়টি গুরুত্ব পায়।

এ বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, প্রধান বন সংরক্ষক এবং পরিবেশ মন্ত্রণালয় ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকং ভিত্তিক কোম্পানি হানডা
নীলফামারীতে বিপৎসীমা বরাবর বইছে তিস্তার পানি
প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে নির্বাচন হবে বলে আশা করছেন মির্জা ফখরুল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে চাকরি থেকে বরখাস্ত
প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত ঐকমত্যের তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে আগামীকাল পাঠানো হবে : অধ্যাপক আলী রীয়াজ
সিকৃবিতে জুলাই ৩৬ বুক কর্নার উদ্বোধন
জুলাই গণ-অভ্যুত্থানকে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে: ঢাবি উপাচার্য
বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সেবা দেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট 
রাজশাহীতে ৯ দাবিতে ফের রাস্তায় নামেন শিক্ষার্থীরা, শুরু হয় ধরপাকড় 
ইসি’র সীমানা পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত
১০