সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২২:৫০
ছবি : বাসস

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫(বাসস) : সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুরান ঢাকার লালবাগ কেল্লা চত্বরে উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র প্রপৌত্র সিরাজ আলী খান সরদে অসাধারণ শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

এরপর খেয়াল (রাগ-ভীমপলশ্রী) পরিবেশন করেন পণ্ডিত অসিত দে। পরবর্তীতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের নবীন প্রজন্মের শিল্পীবৃন্দ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রৌপোত্র সিরাজ আলী খান। রাত ৮টা ৪৫ মিনিটে রাগ কিরওয়ানি পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সংগীত পরিচালনায় ছিলেন মৈত্রী সরকার। শিক্ষার্থীদের মধ্যে ছিলেন অভিজিৎ কুন্ডু (কণ্ঠ-ধ্রুপদ), প্রশান্ত ভৌমিক (তবলা), ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এস্রাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ফুলঝুরি খান (সরোদ), ইলহাম ফুলঝুরি খান (সরোদ), সোহিনী মজুমদার (সেতার), মোহাম্মাদ কাওছার (সেতার)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান, ইতালি, চায়না, পাকিস্তান, ভারত, ফিলিপাইন, বতসোয়ানা ও ইউনেস্কাসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব পদমর্যাদা) মোহাম্মদ শফিকুল ইসলাম, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক-ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আফসানা খান (সেতার) ও রুখসানা খান (সরোদ) যুগলবন্দি পরিবেশনা উপস্থাপন করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ’কে নিয়ে কথোপকথনে অংশগ্রহণ করেন নাসির আলী মামুন। এরপর সিরাজ আলী খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সবশেষে সরোদ শাস্ত্রীয় সংগীতের অসাধারণ নৈপুণ্যে দর্শককে বিমোহিত করেন সিরাজ আলী খান, সহযোগী শিল্পী হিসেবে ছিলেন কল্লোল ঘোষ ও আর্চিক ব্যানার্জী (তবলা)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আফজাল হোসেন এবং মারিয়া ফারিহ্ উপমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই : বিইপিআরসি চেয়ারম্যান
বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত
৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক
অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বন্ধ করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির সংস্কার চূড়ান্ত 
কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: শারমীন এস মুরশিদ
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
১০