বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০২
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩০

২০২৪ সালের ফেব্রুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে 

ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৩ (বাসস): আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা এবং জুনের দ্বিতীয় সপ্তাহে (২০২৩ সালে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে) এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানিয়েছেন, আগামী বছর (২০২৪) এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে। 
এইচএসসি ও সমমান পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত তথ্য শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।