বাসস
  ২৭ অক্টোবর ২০২৩, ২১:২৭
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৭:২৪

আবেদন পর্যালোচনা করে ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেওয়া হবে: ডিএমপি

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৩ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান আজ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির আগামীকালের সমাবেশের অনুমতি তাদের আবেদন পর্যালোচনা করে দেওয়া হবে।
আওয়ামী লীগ ও বিএনপির জনসভা নিয়ে সাংবাদিকরা আজ তাকে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন।
এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই ঢাকা শহরে গণসমাবেশ করতে অনুমতি পাবে। আজ বিকেলে নগরীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হারুন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি তাদের জনসমাবেশ করার অনুমতি চেয়েছে। 
তিনি আরও বলেন, ‘আমি মনে করি তারা অনুমতি পাবে। তবে স্থান এখনও ঠিক করা হয়নি। খুব শীঘ্রই তাদের ভেন্যু সম্পর্কে জানানো হবে।’
এর আগে ডিএমপি রাজনৈতিক দলগুলোকে তাদের সমাবেশ রাস্তার পরিবর্তে উন্মুক্ত স্থানে করার আহ্বান জানায়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ: মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, কোন দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আজ (শুক্রবার) সিদ্ধান্ত নেওয়া হবে, পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। 
তিনি আরো বলেন, ঢাকা মহানগরীর প্রবেশমুখে প্রতিটি স্থানে চেক পোস্ট স্থাপন করা হবে।