বাসস
  ০৭ অক্টোবর ২০২৪, ১২:২২

সুচির ঘনিষ্ঠ মিত্র জাও মিন্ত মং লিউকেমিয়ায় মারা গেছেন : সূত্র

ঢাকা, ৭ অক্টোবর , ২০২৪ (বাসস) : কারাগারে আটক মিয়ানমারের গণতন্ত্রের  নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ মিত্র জাও মিন্ত মং লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে  সোমবার মারা গেছেন। স্বাস্থ্যগত কারণে জান্তা হেফাজত থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পরই তার মৃত্যু হলো।
পার্টির একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাও মিন্ত মং (৭২) সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টির একজন বলিষ্ঠ নেতা ছিলেন। কয়েক দশকের শাসনামলে তিনি সেনাবাহিনীর বিরোধিতা করেছেন।
সেনাবাহিনীর ২০২১ সালে সর্বশেষ অভ্যুত্থানের পর তাকে গ্রেপ্তার করে দুর্নীতির দায়ে জেলে পাঠানো হয়। স্বাস্থ্যগত কারণে সম্প্রতি তাকে ছেড়ে দেওয়া হয়।
জাও মিন্ত মং লিউকেমিয়ায় মারা গেছেন উল্লেখ করে নাম প্রকাশ না করার শর্তে, পার্টির একটি সিনিয়র সূত্র এএফপিকে বলেন, আমরা তার মৃত্যুর খবর  নিশ্চিত হয়েছি। তিনি আমাদের এনএলডি’র অন্যতম ভাইস-চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যু আমাদের জন্য একটি বড় ক্ষতির কারণ। জান্তার হেফাজত  থেকে মুক্তি পাওয়ার পর জাও মিন্ট মাং মান্দালেয়ের জেনারেল হাসপাতালে মারা গেছেন।