কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৩:৩৭ আপডেট: : ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৪১

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন। গত রোববার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়োবৃদ্ধ সাবেক প্রেসিডেন্ট কার্টার মারা গেছেন।

ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবনে ইংরেজি নববর্ষ উদযাপনের প্রাক্কালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সুতরাং আমি সেখানে যাবো।’

কার্টারের পরিবারের কারো সাথে তার কথাবার্তা হয়েছে কি-না সাংবাদিকদের এমন এক ফলো আপ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।’

জিমি কার্টার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এক মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নির্বাচনেও ডাকযোগে ভোট দিয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি রিপাবলিকান ট্রাম্পের প্রতিপক্ষ, তাই ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে ভোট দিয়েছেন।

কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শনিবার তার নিজ রাজ্য জর্জিয়া থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি ওয়াশিংটন ক্যাথেড্রালে শেষ হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন।

এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শেষ সপ্তাহ হোয়াইট হাউসে দায়িত্ব পালন করবেন। আশা করা হচ্ছে তিনি প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের জীবন ও কর্মের ওপর শুভেচ্ছা বক্তব্য রাখবেন। 

ওয়াশিংটনে ধর্মীয় অনুষ্ঠান শেষে কার্টারের দেহাবশেষ ব্যক্তিগত উদ্যোগে জর্জিয়ায় সমাহিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
সাভারের সর্বত্র ছিল থমথমে পরিস্থিতি
১০