সাবেক মন্ত্রী কামরুল চার দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৩:১৭

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : কামরাঙ্গীরচর থানার পৃথক দুই চাঁদাবাজির মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এদিন সকালে কারাগারে থেকে কামরুল ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই চাঁদাবাজি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন দুই মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই মামলায় ২ দিন করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে একাধিক মামলায় রিমান্ডে নেয়া হয়। এছাড়া একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয় কামরুলকে।

চাঁদাবাজির দুই মামলার মধ্যে গত ৪ সেপ্টেম্বর সগীর আহমেদ সুজন নামে এক ব্যক্তি কামরুল ইসলামসহ ১৪ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা বাদীর কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তার ঘরবাড়ি ভাঙচুর করা হবে বলে হুমকি দেন। ভয়ে বাদী ২০ লাখ টাকা দেন। তবুও বাকি টাকা না পেয়ে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর সকালে বাদীর ঘরবাড়ি ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায় আসামিরা।

এছাড়া গত ৭ সেপ্টেম্বর আলী আহম্মদ নামে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী বাদী হয়ে কামরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে আরেক মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বাদী ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করেন। ২০২০ সালের ২ জুন আসামিরা বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না চাইলে আসামিরা তাকে বুকে পিস্তল ধরে মারধর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না: কুমিল্লায় শফিকুর রহমান
ভয়াবহ দাবানলের কারণে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ
নড়াইলে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের লিফলেট বিতরণ
মুন্সীগঞ্জে আব্দুল হাকিম বিক্রমপুরির মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃত্তি প্রদান 
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি: তদন্ত শেষ পর্যায়ে
যারা জুলাইয়ের কথা সংবিধানে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার: নাহিদ ইসলাম
খুলনার খানজাহান আলী থানা শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত
সুনামগঞ্জে কারিগরিও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুফল বিষয়ক সেমিনার
সিলেটে বিএনপির জনসভা ও দোয়া মাহফিল সোমবার
১০