সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার দাবি করেছে মানবাধিকার সংস্থা অধিকার

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২২:১৭

ঢাকা, ৭ জানুয়ারী, ২০২৫ (বাসস) : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তক ফেলানীসহ  বাংলাদেশিদের হত্যা ও নিপীড়নের সকল ঘটনার অবিলম্বে বিচার দাবি করেছেন মানবাধিকার সংস্থা অধিকারের সভাপতি ড. সি আর আবরার।

আজ মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অধিকার আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, আমরা ভারত কর্তৃক নির্যাতিত সীমান্তবর্তী এলাকায় সকল হত্যা ও নির্যাতনের বিচার চাই এবং এ ধরনের জঘন্য কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। এ ছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তে  বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের সকল হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।

অধিকার  পরিচালক নাসিরউদ্দিন এলানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ গবেষক তাসকিন ফাহমিনা, জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, ফেলানীর বাবা নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী তরিকুল ইসলাম সমাবেশে বক্তব্য দেন। 

সভাপতির বক্তব্যে আবরার বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ করতে ভারত সরকারের সঙ্গে অবিলম্বে ব্যাপকভিত্তিক আলোচনার প্রয়োজন।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরে সীমান্তবর্তী এলাকায় মোট ৫৮৮ বাংলাদেশি নিহত হয়েছে জানিয়ে তাসকিন ফাহমিনা বলেন, আমরা অবিলম্বে সকল হত্যার বিচার চাই। 
 
জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ কারো পকেটে থাকার জন্য স্বাধীনতা অর্জন করেনি। ঘনিষ্ট প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

ভারতীয় বিএসএফের হাতে নিহত ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে ফেলানী হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
১০