সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার দাবি করেছে মানবাধিকার সংস্থা অধিকার

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২২:১৭

ঢাকা, ৭ জানুয়ারী, ২০২৫ (বাসস) : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তক ফেলানীসহ  বাংলাদেশিদের হত্যা ও নিপীড়নের সকল ঘটনার অবিলম্বে বিচার দাবি করেছেন মানবাধিকার সংস্থা অধিকারের সভাপতি ড. সি আর আবরার।

আজ মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অধিকার আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, আমরা ভারত কর্তৃক নির্যাতিত সীমান্তবর্তী এলাকায় সকল হত্যা ও নির্যাতনের বিচার চাই এবং এ ধরনের জঘন্য কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। এ ছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তে  বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের সকল হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।

অধিকার  পরিচালক নাসিরউদ্দিন এলানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ গবেষক তাসকিন ফাহমিনা, জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, ফেলানীর বাবা নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী তরিকুল ইসলাম সমাবেশে বক্তব্য দেন। 

সভাপতির বক্তব্যে আবরার বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ করতে ভারত সরকারের সঙ্গে অবিলম্বে ব্যাপকভিত্তিক আলোচনার প্রয়োজন।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরে সীমান্তবর্তী এলাকায় মোট ৫৮৮ বাংলাদেশি নিহত হয়েছে জানিয়ে তাসকিন ফাহমিনা বলেন, আমরা অবিলম্বে সকল হত্যার বিচার চাই। 
 
জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ কারো পকেটে থাকার জন্য স্বাধীনতা অর্জন করেনি। ঘনিষ্ট প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

ভারতীয় বিএসএফের হাতে নিহত ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে ফেলানী হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন
সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহরে হামলায় ৪০ জন নিহত: জাতিসংঘ
ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন
মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা
কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত
বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
বান্দরবানে কাল শুরু কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ
দেশী গরুর জাত সংরক্ষণের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
১০