সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক অনন্য উচ্চতায় পৌছাবে : সংস্কৃতি উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ আপডেট: : ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ঝিজিয়াং উ অপেরা’ ঐতিহ্যবাহী পরিবেশনা অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীন সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে।

চীনা নতুন বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চীনা দূতাবাসের যৌথ আয়োজনে দুই দেশের ঐতিহ্যবাহী মনোজ্ঞ পরিবেশনা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ঝিজিয়াং উ অপেরা’ এই পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টা বলেন, ‘আমরা জানি বাংলাদেশ এক নতুন অধ্যায়ের যুগে প্রবেশ করেছে। আমি চীন সরকার এবং দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এবং আশা করি সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীন সম্পর্ক অনন্য উচ্চতায় পৌছাবে। এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে দুই দেশের জন্যই সুফল বয়ে আনবে।’

বাংলাদেশ এবং চীনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এই আয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। চীনা নতুন বর্ষ উদযাপন নিয়ে এবং তাদের লোককাহিনীর বিষয়ে বক্তৃতা উপস্থাপন করেন তিনি। পরে চীনের দার্শনিক হিউয়েন সাং এর বাংলাদেশ ভ্রমণ এবং তার মাধ্যমে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের যোগসূত্রের বিষয় তুলে ধরেন মহাপরিচালক, নাট্যনির্দেশক ও শিক্ষক।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও য়েন।

আলোচনা পর্ব শেষে শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী মনিপুরী নৃত্য পরিবেশিত হয়। সিলেটের ‘একাডেমি ফর মুনিপুরী কালচার এন্ড আর্টস’ এর শিল্পীরা ১০ মিনিটের এই নৃত্য পরিবেশন করেন। এরপর চীনের ‘ঝিজিয়াং উ অপেরা’ এবং চীনের শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন।

চীনা নতুন বর্ষ উদযাপন উপলক্ষে ‘স্প্রিং ফেস্টিভাল’ বিস্তৃত পরিসরে উদযাপিত হয়ে থাকে। পুরাতন বছর থেকে বেরিয়ে নতুন বছরে পদার্পণের এই উৎসবের অন্যতম উপলক্ষ হলো পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি, বন্ধু ও আত্মীয়-স্বজনদের সাথে শুভেচ্ছা এবং সম্প্রীতি বিনিময় করা। এ বছর ২০২৫ সালের নতুন বর্ষকে ‘ইয়ার অব দ্যা স্নেক’ হিসেবে ঘোষণা করেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রাকিটিচ
মড্রিচের মিলানে যোগ দেবার বিষয়টি নিশ্চিত করলেন আলেগ্রি
কুশলের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮৬ রানের টার্গেট দিল শ্রীলংকা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪২৫
থ্রি-জিরো ক্লাব আইডিয়েশন চ্যালেঞ্জে দেশসেরা খুবি
সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী ২ অক্টোবর থেকে নিষিদ্ধ হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ইরান থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরলেন ৩২ নাগরিক 
মেলান্দহে বিএনপি সদস্যপদের নবায়ন কার্যক্রমের উদ্বোধন
খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু
১০