গাজার বাসিন্দারা বাড়ি ফিরতে পারবে : ইসরাইল

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:১৬ আপডেট: : ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:০৯

 

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির আওতায় গাজার বাসিন্দারা সোমবার থেকে গাজার উত্তরে তাদের বাড়িতে ফিরতে পারবেন বলে জানিয়েছে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।

১৫ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে করা যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও বন্দী-বিনিময় হবে।

ইসরাইল আগে গাজার উত্তরে ফিরতে চাওয়া ফিলিস্তিনিদের রুখে দিচ্ছিল। তারা অভিযোগ করেছিল যে, হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে এবং সাধারণ নারী বন্দীদের মুক্তি দেয়নি।

নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস পিছু হটেছে এবং আগামী বৃহস্পতিবার অতিরিক্ত এক ধাপে জিম্মি মুক্তির কাজ সম্পন্ন করবে। এতে আরও বলা হয়েছে যে ওই দিন তিনজন বন্দি মুক্তি পাবে এবং শনিবার আরও তিনজনকে মুক্তি দেওয়া হবে।

গাজায় সড়কগুলোতে বিপুল যানজট সৃষ্টি হয়েছে, বিশেষত নেতজারিম করিডরের কাছে, যেখানে ইসরাইল বাধা দিয়ে যান চলাচল বন্ধ রেখেছিল।

ইসরাইল জানিয়েছিল যে আরবেল ইয়েহুদ নামের একজন সাধারণ নারী বন্দী মুক্তি না পাওয়া পর্যন্ত তারা গাজার উত্তরে ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার পথ বন্ধ রাখবে। তিনি বৃহস্পতিবার মুক্তি পাবেন বলে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে।

হামাস জানিয়েছে, উত্তরে ফিরে যাওয়ার পথ বন্ধ করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন, এবং তারা ইয়েহুদের মুক্তির জন্য 'সব প্রয়োজনীয় গ্যারান্টি' দিয়েছে।

গাজার যুদ্ধবিরতির প্রথম পর্বে, ৩৩ জন বন্দী ছয় সপ্তাহের মধ্যে মুক্তি পাবেন, আর এর বিনিময়ে প্রায় ১,৯০০ ফিলিস্তিনি যাদের ইসরাইলি কারাগারে রাখা হয়েছে, তাদের মুক্তি হবে।

সর্বশেষ বন্দি-বিনিময়ে শনিবার ৪ জন ইসরাইলি নারী বন্দী, যাদের সবাই সেনা সদস্য, এবং ২০০ জন বন্দি, প্রায় সবাই ফিলিস্তিনি, মুক্তি পেয়েছেন। এটি ছিল যুদ্ধবিরতির দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় বন্দী-বিনিময়।

যুদ্ধবিরতির ফলে গাজায় খাদ্য, তেল, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী এসেছে, তবে জাতিসংঘ জানিয়েছে যে 'মানবিক পরিস্থিতি এখনও গুরুতর।'

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ২৫১ জন অপহৃত হলেও, তাদের মধ্যে ৮৭ জন এখনও গাজায় রয়েছে, যার মধ্যে ৩৪ জন মারা গেছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী হামাসের হামলায় ১,২১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।

ইসরাইলের পাল্টা আক্রমণে গাজার ৪৭,৩০৬ জন নিহত হয়েছেন, বেশিরভাগই সাধারণ নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের সংস্কারগুলো অপরিহার্য : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
কোনো নতুন আক্রমণ হবে ‘আরেকটি ব্যর্থতা’: ইরান
সাতক্ষীরায় চোরাচালান পণ্যসহ একজন আটক
সাতক্ষীরায় পুষ্টি ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত
কিছু রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময়ে হওয়ার পথ আটকে দেওয়ার চেষ্টা করছে : ফখরুল
রংপুরে হিমাগারের নৈশপ্রহরীকে বেঁধে মালামাল লুট
নাচোলে সুধীজনদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
৫০০ বছরের ইতিহাসে গৌরবময় সোনামসজিদ : দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া
১০