স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা খোলা: রেলপথ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:০৯ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩২
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলের স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে।

প্রয়োজনে আমাদের সঙ্গে তাদের আবারো আলোচনা হবে এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান।

আজ ঢাকার কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক উল্লেখ করে রেলপথ উপদেষ্টা বলেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়েছেন।

তিনি বলেন, ‘যাত্রীদের ভোগান্তি যাতে কম হয় সেই জন্য এরইমধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছি। 

এরপরও কোনো যাত্রী যদি স্টেশনে আসেন তাদের সুবিধা বিবেচনা করে আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করে দিয়েছি। যাতে রেলের যে রুটগুলো আছে সেখানে যাত্রীরা যেতে পারেন।

রেলপথ উপদেষ্টা বলেন, ‘স্টাফদের মাইলেজ অ্যালাউন্সের যে দাবি তা দীর্ঘ দিন ধরে বন্ধ আছে। তাদের এই দাবির অনেক অংশ আমরা এরইমধ্যে পূরণ করেছি। বাকি দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত রয়েছি। রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে আলোচনার সুযোগ হয়েছে। রেল বন্ধের ফলে কিন্তু সরকারের অসুবিধা হচ্ছে না। অসুবিধা সাধারণ যাত্রীদের হচ্ছে। আমরা চাই এর দ্রুত সমাধান হোক। কারণ, সামনে ইজতেমা আছে।’

এসময় বিআরটিসি’র চেয়ারম্যান তাজুল ইসলাম, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় পুষ্টি ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত
কিছু রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময়ে হওয়ার পথ আটকে দেওয়ার চেষ্টা করছে : ফখরুল
রংপুরে হিমাগারের নৈশপ্রহরীকে বেঁধে মালামাল লুট
নাচোলে সুধীজনদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
৫০০ বছরের ইতিহাসে গৌরবময় সোনামসজিদ : দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া
পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৮৬ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও হাইড্রোলিক হর্ন জব্দ
রোগীদের সুস্থতায় চিকিৎসকদের পরম আনন্দ : চসিক মেয়র
শেরপুরে দিনব্যাপী রোবোটিকস কর্মশালা অনুষ্ঠিত
১০