স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা খোলা: রেলপথ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:০৯ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩২
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলের স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে।

প্রয়োজনে আমাদের সঙ্গে তাদের আবারো আলোচনা হবে এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান।

আজ ঢাকার কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক উল্লেখ করে রেলপথ উপদেষ্টা বলেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়েছেন।

তিনি বলেন, ‘যাত্রীদের ভোগান্তি যাতে কম হয় সেই জন্য এরইমধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছি। 

এরপরও কোনো যাত্রী যদি স্টেশনে আসেন তাদের সুবিধা বিবেচনা করে আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করে দিয়েছি। যাতে রেলের যে রুটগুলো আছে সেখানে যাত্রীরা যেতে পারেন।

রেলপথ উপদেষ্টা বলেন, ‘স্টাফদের মাইলেজ অ্যালাউন্সের যে দাবি তা দীর্ঘ দিন ধরে বন্ধ আছে। তাদের এই দাবির অনেক অংশ আমরা এরইমধ্যে পূরণ করেছি। বাকি দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত রয়েছি। রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে আলোচনার সুযোগ হয়েছে। রেল বন্ধের ফলে কিন্তু সরকারের অসুবিধা হচ্ছে না। অসুবিধা সাধারণ যাত্রীদের হচ্ছে। আমরা চাই এর দ্রুত সমাধান হোক। কারণ, সামনে ইজতেমা আছে।’

এসময় বিআরটিসি’র চেয়ারম্যান তাজুল ইসলাম, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির মতবিনিময়
এডিটেড ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
দীর্ঘ ৩৫ বছর প্রভাবশালীর দখলে থাকা জমি বুঝিয়ে দিলো আদালত
অবসরে গেলেন তিন সচিব
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব : প্রাণিসম্পদ উপদেষ্টা
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট তাসকিনের
ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব সম্পন্ন
ইসিতে নিবন্ধন পেল লেবার পার্টি
১০