মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮
আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। ছবি: বাসস

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

আজ বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক এই বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্রাজিল আমাদের দুধ উৎপাদনে সহযোগিতা করতে চায়। ব্রাজিল কৃষির দিক থেকে উন্নত ও অনেক এগিয়ে আছে। ব্রাজিল থেকে আমরা চিনিসহ অনেক কিছু আমদানি করি।

তিনি বলেন, ব্রাজিলে বাংলাদেশের গার্মেন্টস পোশাক রপ্তানি হচ্ছে, সেটা আগামীতে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমরাও চাই বাংলাদেশের বাণিজ্য শিল্পে ব্রাজিলের প্রযুক্তির সহায়তা নিতে।

বাংলাদেশ থেকে গার্মেন্টসের জুট আমদানিতে ব্রাজিলে কিছু নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা ব্রাজিলের রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি জুটের এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে ফের জুট রপ্তানির মাধ্যমে দু'দেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করতে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খেলার বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। ব্রাজিল বাংলাদেশের খেলাধুলার মান আরও উন্নয়নে সহযোগিতা করতে রাজি আছে।

তিনি বলেন, বিশেষ করে বাংলাদেশের ফুটবলকে কীভাবে আরও বেশি উন্নত করা যায়, সেক্ষেত্রে ব্রাজিল সহযোগিতা করতে রাজি আছে। আগামী দিনে আমাদের ফুটবলে ব্রাজিলের কোচ নিয়োগ নিয়েও আলোচনা করবো।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমীর খসরু জানান, ব্রাজিল বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
১০