মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮
আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। ছবি: বাসস

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

আজ বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক এই বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্রাজিল আমাদের দুধ উৎপাদনে সহযোগিতা করতে চায়। ব্রাজিল কৃষির দিক থেকে উন্নত ও অনেক এগিয়ে আছে। ব্রাজিল থেকে আমরা চিনিসহ অনেক কিছু আমদানি করি।

তিনি বলেন, ব্রাজিলে বাংলাদেশের গার্মেন্টস পোশাক রপ্তানি হচ্ছে, সেটা আগামীতে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমরাও চাই বাংলাদেশের বাণিজ্য শিল্পে ব্রাজিলের প্রযুক্তির সহায়তা নিতে।

বাংলাদেশ থেকে গার্মেন্টসের জুট আমদানিতে ব্রাজিলে কিছু নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা ব্রাজিলের রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি জুটের এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে ফের জুট রপ্তানির মাধ্যমে দু'দেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করতে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খেলার বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। ব্রাজিল বাংলাদেশের খেলাধুলার মান আরও উন্নয়নে সহযোগিতা করতে রাজি আছে।

তিনি বলেন, বিশেষ করে বাংলাদেশের ফুটবলকে কীভাবে আরও বেশি উন্নত করা যায়, সেক্ষেত্রে ব্রাজিল সহযোগিতা করতে রাজি আছে। আগামী দিনে আমাদের ফুটবলে ব্রাজিলের কোচ নিয়োগ নিয়েও আলোচনা করবো।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমীর খসরু জানান, ব্রাজিল বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
১০