উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে: কিম

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৫ আপডেট: : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:১৯
উত্তর কোরীয় নেতা কিম জং উন। ফাইল ছবি

 

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫, (বাসস): উত্তর কোরীয় নেতা কিম জং উন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, পিয়ংইয়ং ‘অনির্দিষ্ট’ কালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ এ খবর জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথা বলার কয়েকদিন পর উত্তর কোরীয় নেতা এমন মন্তব্য করেছেন।

সিউল থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে। 

পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ জানিয়েছে, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেছেন, শত্রু দেশগুলোর সঙ্গে অনিবার্য সংঘর্ষের বিষয়ে সতর্ক  থাকতে হবে। ২০২৫ সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের ‘গুরুত্বপূর্ণ বছর।’

কেসিএনএ জানিয়েছে, কিম বলেছেন, ‘দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের দৃঢ় রাজনৈতিক এবং সামরিক অবস্থান।’

রিপোর্টে বলা হয়েছে, কিম শনিবার সমুদ্র থেকে ভূ-পৃষ্ঠে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন।

গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা।

এদিকে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ‘ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন, যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন।’

ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে ব্যতিক্রমী এক বৈঠক করেছিলেন। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি এবারও উত্তর কোরীয় নেতার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি কিমকে এক জন ’স্মার্ট লোক’ হিসেবে অভিহিত করেছেন।

দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ২০২২ সালে নিজেকে একটি ‘অপরিবর্তনীয়’ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু 
মনিজা রহমানের কাব্যগ্রন্থের প্রতিটি বাক্যই এক একটি প্যান্ডোরার বক্স
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
ইসিতে শর্ত পূরণে তথ্য জমা দিয়েছে ৮০টি দল
প্রফেসর ড. এম. শমশের আলীর ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক
বাংলাদেশকে হালাল পণ্যের হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: বিডা চেয়ারম্যান
তরুণদের হাত ধরেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠিত হবে : তারেক রহমান 
মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে : মির্জা ফখরুল
১০