ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানে জেলা প্রশাসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৪ আপডেট: : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৯
তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন - ছবি : পিআইডি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম নাগরিকদের ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানে জেলা প্রশাসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, নাগরিক সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখবে। 

আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।  

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের তথ্য সংগ্রহের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প নেয়া হচ্ছে যেটি এপ্রিল মাস থেকে শুরু হবে। 

তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনের কাছে যে তথ্য আছে তা সংরক্ষন করতে বলা হয়েছে, যাতে আমরা তা প্রকল্পের অধীনে নিতে পারি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, পার্বত্য চট্রগ্রামে বার বার অগ্নিসংযোগের কারণে টাওয়ারে যোগাযোগ ও ইন্টারনেট এবং নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে। মুলত পরিকল্পিতভাবে সেখানে এটি ঘটানো হচ্ছে। এসব সমস্যা সমাধান করা যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে। 

ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সারাদেশে প্রেসক্লাবগুলোতে যেভাবে গ্রুপিং ও বিভক্তি তৈরি হয়েছে সেটি নিয়ে জেলা প্রশাসকরা  বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে তারা জানিয়েছেন।  

এ বিষয়ে আমরা বলেছি ঢাকায় যেসব সাংবাদিক সংগঠন রয়েছে ও গণমাধ্যম সংস্কার কমিশন রয়েছে তাদের সাথে আলোচনা করে তা সমাধানের চেষ্টা করবো। 

এছাড়া সোশ্যাল মিডিয়ার গুজব, মিথ্যা বা অপতথ্য প্রবাহের  বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন গুজব প্রতিরোধে জেলা প্রশাসকদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। 

তিনি বলেন, আমাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে সে সংক্রান্ত বিষয়ে সহায়তা করার জন্য মাঠ পর্যায়ের প্রশাসনকে বলেছি। এছাড়া আইসিটির যে স্ট্রাটেজি তৈরি করছি সে সম্পর্কে তাদেরকে ধারণা দেয়ার চেষ্টা করেছি। 

ছাত্র-জনতার গণঅভুত্থানের পরে দেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, তাতে আপনার অবস্থান কি এবং সেই দলে আপনি যাবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সংবাদ মাধ্যমে যেভাবে তথ্য আসছে সেটি উচিত না।

আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের আগে অনুমানের ওপর ভিত্তি করে এ ধরনের তথ্য ছড়ানো উচিত হচ্ছে না। 

তিনি বলেন, বৈষম্য বিরোধী নাগরিক কমিটি ফেব্রুয়ারির মধ্যে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগের কথা বলেছে। সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। সেটি হলে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করবো। এ বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে সম্ভাবনা আছে হয়তো এই সপ্তাহের শেষে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাতে পারি। 

এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০