রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ফিলিপাইনের সমর্থন চান পররাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:২০
ছবি: পিআইডি

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস): রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আসিয়ানের সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিপাইনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি আসিয়ানের একটি সেক্টরাল সংলাপে অংশীদার হতে বাংলাদেশের প্রচেষ্টার জন্য ফিলিপাইনের সমর্থন কামনা করেছেন।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে এ বিষয়ে তাগিদ দেন।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, সরাসরি বিমান যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, নার্সিং শিক্ষা, কৃষি এবং দুই দেশের মধ্যে অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তির উপর আলোচনা করা হয়।

রাষ্ট্রদূত কেইনলেট জানান, ফিলিপাইন বিদ্যমান দ্বিপাক্ষিক বিষয় ও সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করার জন্য শিগগিরই তৃতীয় ফরেন অফিস কনসালটেশনস (এফওসি) আহ্বানের প্রস্তুতি নিচ্ছে।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছেন। উভয়েই বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০