রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ফিলিপাইনের সমর্থন চান পররাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:২০
ছবি: পিআইডি

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস): রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আসিয়ানের সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিপাইনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি আসিয়ানের একটি সেক্টরাল সংলাপে অংশীদার হতে বাংলাদেশের প্রচেষ্টার জন্য ফিলিপাইনের সমর্থন কামনা করেছেন।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে এ বিষয়ে তাগিদ দেন।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, সরাসরি বিমান যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, নার্সিং শিক্ষা, কৃষি এবং দুই দেশের মধ্যে অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তির উপর আলোচনা করা হয়।

রাষ্ট্রদূত কেইনলেট জানান, ফিলিপাইন বিদ্যমান দ্বিপাক্ষিক বিষয় ও সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করার জন্য শিগগিরই তৃতীয় ফরেন অফিস কনসালটেশনস (এফওসি) আহ্বানের প্রস্তুতি নিচ্ছে।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছেন। উভয়েই বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা : দুই আসামির রিমান্ড
টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
১০