সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের চিন্তা-ভাবনা জনগণের কাছে দৃশ্যমান করার আহ্বান সালাহউদ্দিনের

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:১৪
আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। ছবি: বাসস

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের চিন্তা-ভাবনা জনগণের কাছে দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জাতীয় সংসদ ‘নির্বাচন-প্রক্রিয়া’ যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা ততই বাড়বে। 

সালাহউদ্দিন আহমেদ আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশ এ আলোচনা সভার আয়োজন করে।

অন্যান্যের মধ্যে বিএনপি’র ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এতে, মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের গণহত্যায় শেখ হাসিনার যে সরাসরি নির্দেশ ছিল, তা আজ সারাবিশ্বে প্রতিষ্ঠিত। কিন্তু গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এখনও পর্যন্ত আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনও নেতাকে এখনও পর্যন্ত গণহত্যার দায় স্বীকার ও এজন্য অনুশোচনা করে বাংলাদেশের রাজনীতি করবো-একথাও বলতে শুনিনি। এটা ভাবতে সত্যিই অবাক লাগে! উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয়, বাংলাদেশের গণঅভ্যুত্থানকারী সাধারণ মানুষরাই যেন অপরাধ হয়েছে।’

এ অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হলে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ পাল্টাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষ আনন্দে গ্রহণ করবে বিশেষ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে, অগতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে, যে কোনও অপসংস্কৃতির বিরুদ্ধে- সেই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। যাতে সব মানুষ রাজনীতিকে আপন করে নিতে পারে, এরকম রাজনৈতিক সংস্কৃতিক চর্চা আমাদের চালু করতে হবে।’

বিএনপি’র এই নেতা বলেন, ‘বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাও মানবাধিকার এবং মৌলিক অধিকারের অন্যতম শর্ত। বিগত দেড় দশকে যেটি আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছিল। 

এ সময় সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, সংবিধানে যদি মানবাধিকার এবং মৌলিক অধিকারগুলো শক্তিশালী থাকে এবং তা প্রয়োগের ক্ষেত্রে সংবিধানের আইন প্রণীত হয়, সেই আইন প্রণয়নের ক্ষেত্রে যদি এমন কোনও সংস্থা থাকে, যার ওপরে সরাসরি প্রশাসন বিভাগের কোনো হস্তক্ষেপ থাকবে না, তখনই মানবাধিকারগুলো নিশ্চিতভাবে বাস্তবায়িত হয়।

রমজানে দ্রব্যমূল্যের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য- প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা দুঃস্থ ও অসহায় মানুষের দিকে লক্ষ্য রাখুন। সাধারণ মানুষ যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারে- সেদিকে নজর দিন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করুন, অন্যথায় মানুষ আপনাদের সমালোচনা করবেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০