খুরুশকুল জলবায়ু পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ২১:৩০
শুক্রবার খুরুশকুল পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি বিষয়ে জানতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রেস উইং

ঢাকা, ১৪ মার্চ, ২০২৫ (বাসস): কক্সবাজারের খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রকল্পের ঘর কাদেরকে দেওয়া হয়েছে, কী প্রক্রিয়ায় দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চান তিনি।

প্রধান উপদেষ্টা তালিকা করার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ এবং দায়িত্ব বণ্টন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেন।

আজ শুক্রবার খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘যাদেরকে পুনর্বাসন করার কথা তারাই বাড়ি-ঘরগুলোতে উঠতে পারছে কি না, অন্য কেউ এসে নিয়ম না মেনে অসাধু উপায়ে উঠে পড়ছে কি না এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। ভবন তো টাকা দিলেই নির্মাণ হচ্ছে কিন্তু যে লক্ষ্যে ভবন নির্মাণ করতে চাচ্ছি সেটা পূরণ না হলে তো এসবের কোনো অর্থ নেই।’

প্রকল্পের একটি জমি ২০১৭ সাল থেকে বেক্সিমকো গ্রুপ দখলে রেখেছে বলেও সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টাকে জানান। আগামী কয়েকদিনের মধ্যেই এটি নিয়ে আদালতের রায় হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এতদিন ধরে অসীম দুর্নীতি চলেছে। যাদের সুবিধা পাওয়ার কথা তাদের না দিয়ে নিজেদের পছন্দের লোকজনকে দিয়ে দিয়েছে, টাকা-পয়সারও লেনদেন হয়েছে। কিন্তু যাদের ন্যায্য পাওনা ছিল তারা পায়নি।’

তিনি বলেন, ‘এ ভুল আর করা যাবে না। প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে যেন কোনো ধরনের দুর্নীতি হতে না পারে। তত্ত্বাবধান ঠিকমতো হতে হবে, কার কী দায়িত্ব পরিষ্কার হতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জনগণের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের
সিনসিনাতি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন জকোভিচ
অন্তর্বর্তী সরকারের এক বছরে শিল্প মন্ত্রণালয়ের সংস্কার ও সাফল্য
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধান উপদেষ্টার
আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের এক বছরে গৃহীত কার্যক্রম
আজ রাত ৮টা ২০ মিনিটে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর : ক্রীড়াঙ্গনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য
অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাফল্য
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বাজার এখন শক্ত অবস্থানে
কুমিল্লায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
১০