ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:০০ আপডেট: : ২৩ মার্চ ২০২৫, ১৩:২৬

ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস) : ঢাকাসহ রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি উপজেলায় ৩৬ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাট উপজেলায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় রংপুরের তেঁতুলিয়া উপজেলায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৯ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ৮ দফা ইশতেহার
আরো খেলতে চান রোনাল্ডো
চাকসু নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে, উৎসবমুখর ক্যাম্পাস
বাজুসের সাবেক সভাপতি এনামুল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন স্প্যানিশ ডিফেন্ডার
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে হেলালুজ্জামান লালুর বক্তব্য ব্যক্তিগত
গ্রিসের ট্রেন দুর্ঘটনায় নিহত ডেনিসের বাবা ২৩ দিনের অনশন ভেঙেছেন
কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা 
১০