অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন বাসসের সাংবাদিক আব্বাছ হোসেন

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৩:০০
শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রাখায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর লক্ষ্মীপুর প্রতিনিধি আব্বাছ হোসেনকে পুরস্কৃত করা হয়। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৩ মার্চ ২০২৫ (বাসস) : অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রাখায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর লক্ষ্মীপুর প্রতিনিধি আব্বাছ হোসেনকে পুরস্কৃত করা হয়েছে। আব্বাছ হোসেন বাসসের পাশাপাশি ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। 

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে লক্ষ্মীপুর জেলা রিপোর্টাস ইউনিটি আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।  

অনুষ্ঠানে জাতীয়,স্থানীয় ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে আরো ১৪ জন সাংবাদিককে সম্মাননা দেয়া হয়। পাশাপাশি বেসরকারী শিক্ষাখাতে অবদান রাখায় ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ্য হাবিবুর রহমান সবুজ, নির্যাতিত ও নিপীড়িত মানুষকে আইনী সহায়তা দেয়ায় জজকোটের আইনজীবী মহসিন কবির মুরাদ, কৃষি ও মৎস্যখাতে উদ্যোক্তা ফারুকুর রহমানসহ বিভিন্ন খাতে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা দেয়া হয়। 

প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ মমিন ও জহিরুল ইসলাম শিবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক  রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসাইন নুর নবী, সাবেক আইনজীবী সমিতির সভাপতি হাফিজুর রহমান ও শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক উল্যাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ । 

সম্মাননা প্রদান শেষে জুলাই-আগস্টে শহীদ পরিবার ও পত্রিকার হকারদের মধ্যে ঈদ সামগ্রী এবং একটি করে সাইকেল বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০