অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন বাসসের সাংবাদিক আব্বাছ হোসেন

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৩:০০
শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রাখায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর লক্ষ্মীপুর প্রতিনিধি আব্বাছ হোসেনকে পুরস্কৃত করা হয়। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৩ মার্চ ২০২৫ (বাসস) : অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রাখায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর লক্ষ্মীপুর প্রতিনিধি আব্বাছ হোসেনকে পুরস্কৃত করা হয়েছে। আব্বাছ হোসেন বাসসের পাশাপাশি ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। 

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে লক্ষ্মীপুর জেলা রিপোর্টাস ইউনিটি আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।  

অনুষ্ঠানে জাতীয়,স্থানীয় ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে আরো ১৪ জন সাংবাদিককে সম্মাননা দেয়া হয়। পাশাপাশি বেসরকারী শিক্ষাখাতে অবদান রাখায় ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ্য হাবিবুর রহমান সবুজ, নির্যাতিত ও নিপীড়িত মানুষকে আইনী সহায়তা দেয়ায় জজকোটের আইনজীবী মহসিন কবির মুরাদ, কৃষি ও মৎস্যখাতে উদ্যোক্তা ফারুকুর রহমানসহ বিভিন্ন খাতে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা দেয়া হয়। 

প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ মমিন ও জহিরুল ইসলাম শিবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক  রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসাইন নুর নবী, সাবেক আইনজীবী সমিতির সভাপতি হাফিজুর রহমান ও শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক উল্যাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ । 

সম্মাননা প্রদান শেষে জুলাই-আগস্টে শহীদ পরিবার ও পত্রিকার হকারদের মধ্যে ঈদ সামগ্রী এবং একটি করে সাইকেল বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউতে ক্যান্সারের আধুনিক চিকিৎসা বিষয়ে একাডেমিক সেশন
এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
১০