বিমান ভাড়া কমানোর সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছে আটাব

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৯:১৬

ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন (আটাব) বিশেষ করে সৌদি আরবগামী ফ্লাইটে বিমান টিকিটের দাম ৭৫ শতাংশ পর্যন্ত কমানোর জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটাব সভাপতি আবদুস সালাম আরেফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সাথে সাক্ষাতের সময় কৃতজ্ঞতা প্রকাশ করে।

বৈঠককালে, আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বিমান ভ্রমণকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার লক্ষ্যে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের আইনের অধীনে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগের বাধ্যতামূলক বিধান এই খাতে সিন্ডিকেট গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যার ফলে টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে এবং যাত্রীদের হয়রানি বেড়েছে। 

যাত্রীদের পাসপোর্টের তথ্য ছাড়াই টিকিট বুকিং বাতিল করার বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের উল্লেখ করে আরেফ বলেন, এই পদক্ষেপ কার্যকরভাবে দীর্ঘস্থায়ী অনিয়মের অবসান ঘটিয়েছে ও যাত্রী হয়রানি হ্রাস করেছে।

তিনি নতুন বিধানটি কঠোরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। 

সিদ্দিক বলেন, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকের পর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। 

সিদ্দিক ২০১৭ সালের আইন সংশোধনের পক্ষেও সমর্থন প্রকাশ করেছেন এবং আইনি ও নিয়ন্ত্রক জটিলতা সমাধানের জন্য আটাবকে উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১১ ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উচ্চমূল্য রোধ এবং এই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দশটি নির্দেশনা সম্বলিত একটি সার্কুলার জারি করেছে।

একটি নির্দেশিকা অনুসারে, ৭২ ঘন্টার মধ্যে নিশ্চিত না হওয়া যেকোনো টিকিট বুকিং স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। 

এছাড়াও, গ্রুপ বুকিংয়ের অধীনে একাধিক টিকিট ব্লক করা হলে, যাত্রীর নাম এবং পাসপোর্ট নম্বর সাত দিনের মধ্যে নিশ্চিত করতে হবে, অন্যথায় পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে বুকিং বাতিল করা হবে। 

বুকিংয়ের সময় যাত্রীদের নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের কপির প্রয়োজনীয়তার ফলে বিমান সংস্থাগুলো নাম উল্লেখ না করে টিকিট ব্লক করতে পারছে না, যার ফলে রিজার্ভেশন ব্যবস্থায় সেই টিকিটগুলো প্রকাশ করা হচ্ছে।

ফলে ট্রাভেল এজেন্সি ও যাত্রীরা এখন অনলাইনে আসনের প্রাপ্যতা ও ভাড়া পরীক্ষা করতে পারবেন, যা স্বচ্ছতা ও সুবিধা লাভের সুযোগ বৃদ্ধি করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এই পরিবর্তন বাজারে টিকিটের কৃত্রিম ঘাটতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। আসনের প্রাপ্যতা বৃদ্ধি বিমান সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়িয়েছে এবং টিকিটের দাম হ্রাস করেছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০