জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১০:৫৪ আপডেট: : ২৬ মার্চ ২০২৫, ১২:৪৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাধীনতা ও জাতীয় দিবসে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: Chief Adviser GOB ফেসবুক পেইজ

ঢাকা, ২৬ মার্চ, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি সকাল ৬টা ১১ মিনিটে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময়ে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েক মিনিট নীরবতা পালন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময়ে বিউগলে করুণ সুর বাজানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে প্রধান বিচারপতি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধানরা, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

এরপর সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
কিশোরগঞ্জে ডাকাতিকালে ৫ জনকে গণপিটুনি
গণঅভ্যুত্থান পরবর্তী লুটপাট রুখে দিতে খুলনার রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা
গরুর মাংস আমদানির তদন্তের মেয়াদ বাড়ালো চীন
পাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প
চাঁদপুরের শাহরাস্তিতে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ
কূটনৈতিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও লাওস
ময়মনসিংহে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নওগাঁয় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
১০