স্বাধীনতা দিবসে ঢাকা- ভৈরব রুটে নতুন ট্রেন চালু

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:৩৬
স্বাধীনতা দিবসে ঢাকা-ভৈরব বাজার রুটে আজ ভোরে ‘নরসিংদী কমিউটার ট্রেন-১’ যাত্রা শুরু করে। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : স্বাধীনতা দিবসে ঢাকা-ভৈরব বাজার রুটে নতুন ট্রেন চালু হয়েছে। আজ ভোর ৬.৪৫ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব বাজার জাংশন স্টেশন থেকে ‘নরসিংদী কমিউটার ট্রেন-১’ যাত্রা  শুরু করে। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের সহকারী যন্ত্র প্রকৌশলী রেজাউল ইসলাম, ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি প্রমুখ।

‘নরসিংদী কমিউটার ট্রেন-১’ আজ ভোর ৬.৪৫ মিনিটে ভৈরব বাজার জাংশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা করে  সকাল সাড়ে ৯ টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এসময় নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন। 

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ‘নরসিংদী কমিউটার -১’ ট্রেনটি প্রতিদিন  ভোর ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে। ‘নরসিংদী কমিউটার-৪’ সন্ধ্যা সাড়ে ৬টায়  কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। 

ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গি, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কমিউটার ট্রেন দু’টির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে। ট্রেনে ১১টি বগি রয়েছে। এর মধ্যে মহিলাদের জন্য ১টি বগি সংরক্ষিত আছে। ট্রেনটিতে ৬৫২ টি সিট রয়েছে। তবে দাঁড়িয়ে দেড় হাজার যাত্রী ভ্রমণ করতে পারবেন। ট্রেনে নামাযের জন্য নির্ধারিত জায়গা ও ওযুর ব্যবস্থা রয়েছে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বাসসকে বলেন, ভৈরব ও নরসিংদীবাসীর দীর্ঘ দিনের দাবি আজ পূরণ হলো। এই ট্রেন চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষ ঢাকায় দিনের কাজ শেষ করে  সেদিনেই বাড়ি ফিরতে পারবেন। এছাড়া শহরে ব্যবসা বাণিজ্য ও স্থানীয় কৃষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 ভৈরব বাজার জাংশন স্টেশন মাস্টার ইউসুফ জানান, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। এখন ঢাকার সাথে যোগাযোগ আরো সহজ হলো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০