প্রধান উপদেষ্টা আজ চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২৩:৪৮ আপডেট: : ২৮ মার্চ ২০২৫, ০০:০৩
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কোলাজ ছবি: বাসস

বেইজিং, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাতে এখানে পৌঁছেছেন। তিনি আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, প্রধান উপদেষ্টা সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন।

অধ্যাপক ইউনূস আজ সকাল ১১: ৪৫ মিনিটে প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন।

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব- এই তিনটি বিষয়ের উপর তিনটি গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন।

বৈঠককালে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।

প্রফেসর ইউনূস চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা এখন চার দিনের চীন সফরে আছেন।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহণ ও সেতু; এবং রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার সাথে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪
দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিশ্চিত করবে কেএমপি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,১৫২ মামলা
যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য প্রস্তুত ট্রাম্প
জাতিসংঘ তদন্তকারীদের অভিযোগ : গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরাইল
দিনাজপুরে আউশ ধান চাষে এবার অধিক ফলন, খুশি কৃষক
সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ 
নবনির্বাচিত জাকসু কমিটি’র শপথ ১৮ সেপ্টেম্বর
সুনামগঞ্জে শিশুবান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন 
লালমনিরহাটে শারদীয় দুর্গোৎসবের জোরালো প্রস্তুতি
১০