চীন বাংলাদেশকে ১ হাজার শয্যার হাসপাতাল উপহার দেবে

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২১:৪২
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: বাসস

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ জানিয়েছেন, ঢাকা-বেইজিং কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার বাংলাদেশকে ১ হাজার শয্যার একটি হাসপাতাল উপহার দেবে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাসপাতালটি রংপুরে নির্মিত হবে এবং সরকার সেখানে হাসপাতাল স্থাপনের জন্য জমি খুঁজছে।

জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসার সামগ্রিক পরিস্থিতিও তিনি উপস্থাপন করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকারের অনুরোধে চীন বাংলাদেশকে একটি রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার হিসেবে দিতে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, ফিজিওথেরাপি সেটটি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বে বিএসএমএমইউ নামে পরিচিত) স্থাপন করা হবে।

নূরজাহান বলেন, আহতরা সেখানে ফিজিওথেরাপি নিতে পারবেন এবং মেশিনটি পরিচালনার জন্য একটি টিমকে  প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইওএইচ) পরিচালক ডা. মোহাম্মদ আবুল খায়ের, জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউটের (এনআইটিওআর) পরিচালক ডা. মো. আবুল কেনান এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ  উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত
জিআইসিসি সম্মেলনে অংশ নিলেন সেতু বিভাগের সচিব
অভূতপূর্ব দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন ট্রাম্প
বাসিন্দাদের গাজা সিটি ছেড়ে যাওয়ার জন্য ইসরাইলের ‘অস্থায়ী’ রুট 
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯
৫ আগস্টের পূর্ববর্তী ক্ষতিগ্রস্ত ব্যবসার জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক
কুড়িগ্রামে ৩৩ পয়েন্টে নদী ভাঙন, বিলীন শতাধিক ঘর
রাশিয়ার ওপর ‘অর্থনৈতিক চাপ’ বৃদ্ধি নিয়ে ইইউ প্রধান ও ট্রাম্পের মধ্যে আলোচনা 
কানাডার উদারপন্থী ফ্রিল্যান্ডের মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, মালিকসহ দগ্ধ ১০ শ্রমিক 
১০