ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৪৪
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সাথে একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে। ছবি: পিআইডি

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মধ্যে গতকাল মঙ্গলবার ৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি সই হয়েছে।

‘স্ট্রেনদেনিং সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইমপ্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রেইনটেগ্রেশন’ শীর্ষক এই চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আইওএম একটি চার বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করবে। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকল্পটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন ও পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগকে সহায়তা করবে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে লিঙ্গ-বৈষম্য ও অধিকারভিত্তিক অভিবাসন ও পুনর্বাসন সেবা জোরদার করা। যাতে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত হয় এবং প্রবাস ফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন সম্ভব হয়।

প্রকল্পটি দুটি প্রধান ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করবে- এক. অভিবাসন সেবা প্রদানের ব্যবস্থাপনাকে শক্তিশালী করা এবং দুই. ঝুঁকিপূর্ণ প্রবাস ফেরতদের সহায়তা প্রদান।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে ইআরডির ইউএন উইং ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ 
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মী গ্রেফতার 
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় শজিমেক এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই গুজব প্রতিহত করা সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
বান্দরবানে দুস্থদের সহায়তা দিল সেনাবাহিনী
নরসিংদী জেলা ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০