পবিত্র ঈদুল আযহার ছুটি টানা ১০ দিন, ১৭ ও ২৪ মে  খোলা

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:২৬
প্রতীকী ছবি

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস): আগামী পবিত্র ঈদুল আযহার ছুটি ১০ দিন ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত এই ছুটি থাকছে।

আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন । 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন বাসস’কে জানিয়েছেন, টানা ১০ দিন ছুটির কর্মঘণ্টা পুষিয়ে নিতে ঈদের ছুটির আগে চলতি মাসের ১৭ ও ২৪ মে দুই শনিবার দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখার প্রস্তাব আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। 

এর আগে সরকারের অনুমোদিত বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী আগামী ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ঈদুল আযহার ছুটি ঘোষণা করা হয়েছিল। আজ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ জুন বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় ছুটি বেড়ে দাঁড়ায় ৮ দিন। একইসাথে পরবর্তী শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় মোট ছুটি দাড়িয়েছে ১০ দিনে। ফলে আগামী ৫ থেকে ১৪ জুন একটানা মোট ১০ দিন ছুটিতে যাচ্ছে দেশ। আগামী ১৫ জুন রোববার অফিস খুলবে। 

এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচদিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়। অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০