সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপি’র

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ২১:৫৮
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ফাইল ছবি

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : ভারত-পাকিস্তান সংঘাতকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্তে পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্দেশনার কথা জানান আইজিপি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি বাহারুল আলম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং অংশগ্রহণকারী শ্যুটারগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি। ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদেরকে আগেই সতর্কবার্তা দেয়া হয়েছে। 

তিনি বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করবো যেন এর প্রেক্ষিতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

বুধবার বিকেলে গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ৫ থেকে ৭ মে পর্যন্ত এ প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে অংশ নেয়।
বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রানার্স আপ হয়েছে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুরনো ভিডিও দিয়ে ডাকসু নির্বাচন নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
চট্টগ্রামে অনুমোদনহীন পানির কারখানা সিলগালা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ডিসিসিআই সভাপতির দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত
লন্ডনের ট্রেন শ্রমিকদের ধর্মঘটে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত
নওয়াজের হ্যাটট্রিকে আফগানিস্তানকে গুড়িয়ে শিরোপা জিতল পাকিস্তান
ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে এখনো আটক ৬০০
মাগুরায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
কিশোরগঞ্জের হাওরে মাছ কমছে, অনেক প্রজাতি বিলুপ্ত
১০