ভারতের ২৪টি বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:০২
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস): পরমাণু শক্তিধর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে যুদ্ধের পর ভারত উত্তরের ২৪টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল স্থগিত করেছে।

গত বুধবার ‘সন্ত্রাসী আস্তানা’ লক্ষ্য করে ভারত বিমান হামলা শুরু করার পর থেকে এবং কয়েক দশকের মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধে ছড়িয়ে পড়ে। যুদ্ধ শুরুর পর থেকে বিশেষ করে পাকিস্তানে প্রায় ৫০ জন নিহত হয়েছেন। 

মুম্বাই থেকে এএফপি এই খবর জানায়।

ভারত সরকার গতকাল বৃহস্পতিবার রাতে বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া ২৪টি বিমানবন্দরের একটি তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে পাকিস্তানের পশ্চিম সীমান্তের কাছে যোধপুর, লুধিয়ানা এবং অমৃতসর শহরগুলোও রয়েছে।

বুধবার থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেটসহ ভারতের কয়েকটি বড় বিমান সংস্থা ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

ভারতীয় বিমান সংস্থাগুলো অন্যান্য বিমানবন্দর থেকে উড্ডয়নকারী যাত্রীদের পরামর্শ দিয়ে বলেছে যাত্রার কমপক্ষে তিন ঘণ্টা আগে পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে যাত্রীদের বাড়তি নিরপাত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভারত-শাসিত  কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দোষারোপ করার দুই সপ্তাহ পরে বুধবারের এই হামলা চালানো হল। অবশ্য পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ তখন থেকে কাশ্মীরে তাদের বিরোধপূর্ণ সীমান্ত জুড়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিনিময় করেছে। পাশাপাশি কামানের গোলাও ছুঁড়েছে। এই সহিংসতার ফলে প্রতিবেশীদের মধ্যে আরো ব্যাপক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল
সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে একজনের কারাদণ্ড 
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন-কাউন্সিল উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন
ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড
আওয়ামী আমলের জাল ভোটের ভিডিওকে ডাকসু নির্বাচনের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
কুড়িগ্রাম সীমান্তে সাত দিনে ২ কোটি টাকার পণ্য জব্দ
নাটোরে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ কাজ শেষ
ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
শ্যামনগরে অপদ্রব্য পুশ করার সময় চিংড়ি জব্দ
খুবিতে রিসার্চ প্রসেস এন্ড টুলস শীর্ষক কর্মশালা
১০