ভারতের ২৪টি বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:০২
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস): পরমাণু শক্তিধর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে যুদ্ধের পর ভারত উত্তরের ২৪টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল স্থগিত করেছে।

গত বুধবার ‘সন্ত্রাসী আস্তানা’ লক্ষ্য করে ভারত বিমান হামলা শুরু করার পর থেকে এবং কয়েক দশকের মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধে ছড়িয়ে পড়ে। যুদ্ধ শুরুর পর থেকে বিশেষ করে পাকিস্তানে প্রায় ৫০ জন নিহত হয়েছেন। 

মুম্বাই থেকে এএফপি এই খবর জানায়।

ভারত সরকার গতকাল বৃহস্পতিবার রাতে বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া ২৪টি বিমানবন্দরের একটি তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে পাকিস্তানের পশ্চিম সীমান্তের কাছে যোধপুর, লুধিয়ানা এবং অমৃতসর শহরগুলোও রয়েছে।

বুধবার থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেটসহ ভারতের কয়েকটি বড় বিমান সংস্থা ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

ভারতীয় বিমান সংস্থাগুলো অন্যান্য বিমানবন্দর থেকে উড্ডয়নকারী যাত্রীদের পরামর্শ দিয়ে বলেছে যাত্রার কমপক্ষে তিন ঘণ্টা আগে পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে যাত্রীদের বাড়তি নিরপাত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভারত-শাসিত  কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দোষারোপ করার দুই সপ্তাহ পরে বুধবারের এই হামলা চালানো হল। অবশ্য পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ তখন থেকে কাশ্মীরে তাদের বিরোধপূর্ণ সীমান্ত জুড়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিনিময় করেছে। পাশাপাশি কামানের গোলাও ছুঁড়েছে। এই সহিংসতার ফলে প্রতিবেশীদের মধ্যে আরো ব্যাপক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০