ভারতের ২৪টি বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:০২
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস): পরমাণু শক্তিধর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে যুদ্ধের পর ভারত উত্তরের ২৪টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল স্থগিত করেছে।

গত বুধবার ‘সন্ত্রাসী আস্তানা’ লক্ষ্য করে ভারত বিমান হামলা শুরু করার পর থেকে এবং কয়েক দশকের মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধে ছড়িয়ে পড়ে। যুদ্ধ শুরুর পর থেকে বিশেষ করে পাকিস্তানে প্রায় ৫০ জন নিহত হয়েছেন। 

মুম্বাই থেকে এএফপি এই খবর জানায়।

ভারত সরকার গতকাল বৃহস্পতিবার রাতে বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া ২৪টি বিমানবন্দরের একটি তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে পাকিস্তানের পশ্চিম সীমান্তের কাছে যোধপুর, লুধিয়ানা এবং অমৃতসর শহরগুলোও রয়েছে।

বুধবার থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেটসহ ভারতের কয়েকটি বড় বিমান সংস্থা ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

ভারতীয় বিমান সংস্থাগুলো অন্যান্য বিমানবন্দর থেকে উড্ডয়নকারী যাত্রীদের পরামর্শ দিয়ে বলেছে যাত্রার কমপক্ষে তিন ঘণ্টা আগে পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে যাত্রীদের বাড়তি নিরপাত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভারত-শাসিত  কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দোষারোপ করার দুই সপ্তাহ পরে বুধবারের এই হামলা চালানো হল। অবশ্য পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ তখন থেকে কাশ্মীরে তাদের বিরোধপূর্ণ সীমান্ত জুড়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিনিময় করেছে। পাশাপাশি কামানের গোলাও ছুঁড়েছে। এই সহিংসতার ফলে প্রতিবেশীদের মধ্যে আরো ব্যাপক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
১০