খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ২০:২২
শুক্রবার সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুরে মরহুম আরাফাত কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদকদ্রব্য সমাজ, রাষ্ট্র ও ব্যক্তির জন্য অন্যতম সমস্যা। মাদকের অবৈধ ব্যবহার দিন দিন আমাদের প্রজন্মকে গ্রাস করে নিচ্ছে, ধ্বংস করছে আমাদের সন্তানদের মেধা এবং ঘটাচ্ছে সামাজিক অবক্ষয়।

তিনি বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে মাদকের গ্রাস থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে।

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুরে মরহুম আরাফাত কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, মাদকের কারণে মাহমুদপুর গ্রাম ঐতিহ্য হারিয়ে একটি বিশেষ খারাপ এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে। আগামীতে মাহমুদপুরকে মাদকমুক্ত করে অতীতের গৌরব আবার ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি প্রায় প্রকাশ্যে না এসে নিভৃতে নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে বিশেষ করে দেশের ক্রিকেট উন্নয়নে ঐতিহাসিক অবদান রেখে গেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ওমর আলীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুটের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ সুইট, আলমগীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসি জাহিদ আলম ও সাব্বির হোসেন ভূঁইয়া সাফী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
চাঁদপুরে ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শন দক্ষিণ কোরীয় প্রতিনিধি দলের 
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, সেনাবাহিনী মোতায়েন
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
১০