শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, সেনাবাহিনী মোতায়েন

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ২০:১৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে আজ শুক্রবার সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও ২১ জন।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানায়, অব্যাহত বৃষ্টিপাতের মধ্যে আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধারে হেলিকপ্টার, নৌবাহিনীর নৌকা এবং সাঁজোয়া যান ব্যবহার করা হচ্ছে।

ডিএমসি আরো জানায়, ৬৫ হাজার বর্গকিলোমিটার আয়তনের পুরো দ্বীপজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কিছু এলাকায় ৩৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মারা যাওয়া ৫৬ জনের মধ্যে ২৬ জনই মধ্যাঞ্চলের চা উৎপাদনকারী বাদুল্লা জেলায় ভূমিধসে কাদার নিচে চাপা পড়ে মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ২১ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪ জন।

ডিএমসি জানায়, ‘দিতওয়া’ নামের একটি ঘূর্ণিঝড় দ্বীপটির পূর্বাঞ্চল অতিক্রম করছে, যার ফলে সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়টি আগামী রোববারের মধ্যে ভারতের তামিলনাডু রাজ্যের দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে।

ডিএমসি সতর্ক করে বলেছে, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপ দেশটিতে ভারী বর্ষণ ও প্রবল বাতাস অব্যাহত থাকবে।’

প্রায় ৭০০টি বাড়ি ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১ হাজার ৮০০ পরিবারকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, সেনাবাহিনী মোতায়েন
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
১০