শিশু শ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:৫৬ আপডেট: : ১৮ মে ২০২৫, ১৫:৩৭
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শিশু শ্রম নিরসনে সকল মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে শিশু শ্রম একটি বড় সমস্যা। কৃষক পরিবারের শিশুরা মাঠে কাজ করছে, জেলেরা তাদের সন্তানদের নিয়ে মাছ ধরছে এবং ইটভাটায় শিশুরা শ্রম দিচ্ছে। এ কারণে অনেক শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এসব শিশু পরিবারের আর্থিক চাপ কমাতে বাধ্য হয়ে কাজে নামছে, যা তাদের শিক্ষা ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

উপদেষ্টা শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, শিশুদের অধিকার, সুরক্ষা ও তাদের সার্বিক বিকাশ নিশ্চিতে জাতীয় শিশু কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে। এছাড়া, উপদেষ্টা সুবিধাবঞ্চিত, পথশিশু, শ্রমজীবী ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি সকল সংস্থাকে কাজ করার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, শিশু শ্রম নিরসনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটি এবং উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কমিটি কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও শিশুদের শিক্ষা ও বিকাশের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আইএলও কনভেনশন-১৩৮ অনুযায়ী শিশুশ্রম বন্ধে কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শিশুবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দারিদ্র্য ও সচেতনতার অভাব শিশু শ্রমের প্রধান কারণ উল্লেখ করে উপস্থিত বক্তারা বলেন, আইন প্রয়োগের পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, বাংলাদেশে শিশু শ্রম একটি জটিল সামাজিক সমস্যা এবং এটি নিরসনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু শ্রম নিরসন বিষয়ক নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। যার মধ্যে রয়েছে পুনর্বাসন, সামাজিক সুরক্ষা ও গণসচেতনতা বৃদ্ধি।

এছাড়া, সভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি নিরান রামজুথান, মৌলভীবাজার জেলার জেলাপ্রশাসক ও পুলিশ সুপার, ইউনিসেফ বাংলাদেশ, আইএলও কান্ট্রি অফিস বাংলাদেশ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ উইকেট দূরে মাহেদি
ভারতের সড়ক দুর্ঘটনার দৃশ্য বাংলাদেশের বলে প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
গাজার উত্তরাঞ্চলে সব সরকারি হাসপাতালে সেবা বন্ধ
জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে চট্টগ্রামে দু’জনের মৃত্যু
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ 
পটুয়াখালীতে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৩৩ হাজার পশু
নড়াইলে ২৩ হাজার ৪শ’ ৯৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে 
দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে : দুদক চেয়ারম্যান
ভারত কর্তৃক ৪০ জন রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দেয়ায় জামায়াতের নিন্দা
১০