নেত্রকোণায় কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৮:০০
প্রতীকী ছবি

নেত্রকোণা, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে হারেছ মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেছ মিয়া কলমাকান্দা থানার কৈলাটি ইউনিয়নের বাহাম গ্রামের হাসন আলীর ছেলে।

আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নেত্রকোণার দিকে আসছিল। এ সময় নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সাকুয়া এলাকায় বিপরীত দিক থেকে  কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। 

এ ঘটনায় আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারেজ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বায়েজিদ নামের এক শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নেত্রকোনা থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ঘটনার পরপরই পালিয়ে যায় কাভার্ড ভ্যানচালক। ঘাতক চালক ও গাড়িটি শনাক্তে আমরা কাজ করছি। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
১০