ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৫:৫৭ আপডেট: : ২১ মে ২০২৫, ১৬:৩৮
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ফাইল ছবি

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস): নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে।

আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ইসির পঞ্চম কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এনসিপির আন্দোলন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোন মতামত দিতে চাই না।

স্থানীয় সরকার নির্বাচন আগে করার জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দাবির বিষয়ে তিনি বলেন, এ সিকুয়েন্সিং অব ইলেকশন, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, এটা ইসির হাতে নেই। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে, পরে হবে। ইসির দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান করা।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনী সব ধরনের আইন-বিধি নিয়ে কমিশন বৈঠক পর্যালোচনা করা হয়েছে।

এরআগে বুধবার বেলা পৌনে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ নিয়ে বৈঠকে অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লা-২ আসন পুনর্বিন্যাসের দাবিতে এনসিপির সংবাদ সম্মেলন
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০২ জন হাসপাতালে ভর্তি 
কমিউনিটি পার্টিসিপেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি: মোহাম্মদ এজাজ 
দুর্নীতি ও অপচয়ের কারণে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারছি না: জ্বালানি উপদেষ্টা
নেত্রকোণায় কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত
সুনামগঞ্জে হাওরের ভাষা-সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ কর্মশালা
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের কর্মসূচি
সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজন হবে না : টুকু
মানুষ নিরুপায় হয়ে চিকিৎসা নিতে বিদেশে যায়: আসিফ নজরুল 
১০