ড. ইউনূসের নেতৃত্ব সফল হবেই: ডা. জাহিদ হোসেন

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ২৪ মে ২০২৫, ১৭:০৪
শনিবার অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সফল হবে। দেশের জনগণ তাদের সাথে আছে।’ 

তিনি বলেন, ‘দেশের মানুষসহ রাজনৈতিক দলগুলো ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে সহায়তা করছে। কিন্তু তাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে এখনও সময় আছে লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না।’   

শনিবার অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টাদের উদ্দেশ্য করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনারা বলেছেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট এটি নাকি দ্বিতীয় জন্ম। এসব কথা বলার চেষ্টা করলেন কিন্তু ৪৭ যদি না হতো ৭১ পেতেন না, ৭১ না হলে ২৪ হতো কি-না এটা বিরাট প্রশ্ন। কাজেই মনে রাখতে হবে, ইতিহাসের ধারাবাহিকতাকে অস্বীকার করার চেষ্টা করবেন না। যার যতটুকু অবদান, সেটাকে স্বীকার করার মধ্যেই সত্যিকারের বীরত্ব আছে। আপনারা যে দেশের ভালো চান, সেটি প্রমাণ করেন।

জাতীয় নাগরিক পার্টিরি (এনসিপি) উদ্দেশে জাহিদ হোসেন বলেন, আপনারা আইন-আদালতকে বিশ্বাস করেন না। আইন-আদালত যখন আপনাদের পক্ষে থাকে তখন আপনারা খুশি। আর যখন বিপক্ষে যায়, তখন ফেসবুকে নানা ধরনের নেতিবাচক স্ট্যাটাস দেন। আপনারা সবকিছুর কৃতিত্ব নিজেদের দাবি করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। জুলাই-আগস্টে তারা সেটি প্রমাণ করেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে গেলে নিজেরাই বিতর্কিত হয়ে যাবেন।

অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জ ঢাকার ডেমরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান
ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার
দেশজুড়ে ভূমি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ
নাটোরে আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে
উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন জানা যাবে ১৩ নভেম্বর
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের
পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
খুলনায় স্ত্রী হত্যায় স্বামী গ্রেপ্তার
১০