ড. ইউনূসের নেতৃত্ব সফল হবেই: ডা. জাহিদ হোসেন

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ২৪ মে ২০২৫, ১৭:০৪
শনিবার অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সফল হবে। দেশের জনগণ তাদের সাথে আছে।’ 

তিনি বলেন, ‘দেশের মানুষসহ রাজনৈতিক দলগুলো ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে সহায়তা করছে। কিন্তু তাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে এখনও সময় আছে লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না।’   

শনিবার অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টাদের উদ্দেশ্য করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনারা বলেছেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট এটি নাকি দ্বিতীয় জন্ম। এসব কথা বলার চেষ্টা করলেন কিন্তু ৪৭ যদি না হতো ৭১ পেতেন না, ৭১ না হলে ২৪ হতো কি-না এটা বিরাট প্রশ্ন। কাজেই মনে রাখতে হবে, ইতিহাসের ধারাবাহিকতাকে অস্বীকার করার চেষ্টা করবেন না। যার যতটুকু অবদান, সেটাকে স্বীকার করার মধ্যেই সত্যিকারের বীরত্ব আছে। আপনারা যে দেশের ভালো চান, সেটি প্রমাণ করেন।

জাতীয় নাগরিক পার্টিরি (এনসিপি) উদ্দেশে জাহিদ হোসেন বলেন, আপনারা আইন-আদালতকে বিশ্বাস করেন না। আইন-আদালত যখন আপনাদের পক্ষে থাকে তখন আপনারা খুশি। আর যখন বিপক্ষে যায়, তখন ফেসবুকে নানা ধরনের নেতিবাচক স্ট্যাটাস দেন। আপনারা সবকিছুর কৃতিত্ব নিজেদের দাবি করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। জুলাই-আগস্টে তারা সেটি প্রমাণ করেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে গেলে নিজেরাই বিতর্কিত হয়ে যাবেন।

অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির জাপানি স্টাডিজ বিভাগে ল্যাব ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন
স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে : শিমুল বিশ্বাস
বরিশালে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ
চাঁদপুরে বিএসটিআই’র অনুমোদনহীন খাদ্যপণ্যের উপাদান তৈরির দায়ে জরিমানা
নানা আয়োজনে বান্দরবানে মৎস্য সপ্তাহ শুরু
হত্যাচেষ্টা মামলায় কারাগারে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব
রংপুরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পিএ লাভলু গ্রেপ্তার
মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন ব্রিটিশ হাইকমিশনার
মুন্সীগঞ্জে মিষ্টির কারখানার ম্যানেজারকে জরিমানা
দাবানল নিয়ন্ত্রণে লড়ছে স্পেন-পর্তুগাল, মৃতের সংখ্যা বাড়ছে
১০