ড. ইউনূসের নেতৃত্ব সফল হবেই: ডা. জাহিদ হোসেন

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ২৪ মে ২০২৫, ১৭:০৪
শনিবার অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সফল হবে। দেশের জনগণ তাদের সাথে আছে।’ 

তিনি বলেন, ‘দেশের মানুষসহ রাজনৈতিক দলগুলো ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে সহায়তা করছে। কিন্তু তাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে এখনও সময় আছে লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না।’   

শনিবার অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টাদের উদ্দেশ্য করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনারা বলেছেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট এটি নাকি দ্বিতীয় জন্ম। এসব কথা বলার চেষ্টা করলেন কিন্তু ৪৭ যদি না হতো ৭১ পেতেন না, ৭১ না হলে ২৪ হতো কি-না এটা বিরাট প্রশ্ন। কাজেই মনে রাখতে হবে, ইতিহাসের ধারাবাহিকতাকে অস্বীকার করার চেষ্টা করবেন না। যার যতটুকু অবদান, সেটাকে স্বীকার করার মধ্যেই সত্যিকারের বীরত্ব আছে। আপনারা যে দেশের ভালো চান, সেটি প্রমাণ করেন।

জাতীয় নাগরিক পার্টিরি (এনসিপি) উদ্দেশে জাহিদ হোসেন বলেন, আপনারা আইন-আদালতকে বিশ্বাস করেন না। আইন-আদালত যখন আপনাদের পক্ষে থাকে তখন আপনারা খুশি। আর যখন বিপক্ষে যায়, তখন ফেসবুকে নানা ধরনের নেতিবাচক স্ট্যাটাস দেন। আপনারা সবকিছুর কৃতিত্ব নিজেদের দাবি করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। জুলাই-আগস্টে তারা সেটি প্রমাণ করেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে গেলে নিজেরাই বিতর্কিত হয়ে যাবেন।

অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ কর্মকর্তাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান 
নির্বাচিত সংসদ দেশের অনিষ্পন্ন সমস্যাগুলোর সমাধান করবে : ফখরুল
সিলেটে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি: আইএমএফ
শিগগিরই মুড়িকাটা পেঁয়াজ বাজারে চলে আসবে: কৃষি উপদেষ্টা
গত বছর যক্ষ্মায় ১২ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সংসদ নির্বাচন: আরো ১২টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ রোববার
রাজশাহীতে বিচারকের সন্তান হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইন উপদেষ্টার
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়াতে চান আসিফ নজরুল
রাজশাহীতে মহানগর দায়রা জজের ছেলের প্রাণহানিতে প্রধান বিচারপতির শোক
১০