রাজশাহীতে মহানগর দায়রা জজের ছেলের প্রাণহানিতে প্রধান বিচারপতির শোক

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ২০:৩৮ আপডেট: : ১৩ নভেম্বর ২০২৫, ২০:৪৪

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে ঘাতকের আঘাতে তার পুত্র নিহত এবং স্ত্রী আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এ ধরণের নৃশংস আক্রমণ নিন্দনীয়, অমানবিক ও গভীরভাবে বেদনাদায়ক।

প্রধান বিচারপতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও সমগ্র বিচার বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এতে আরও বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্ট ঘটনাটির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি দ্রুততার সঙ্গে একটি যথাযথ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে প্রকৃত ঘটনা উদঘাটিত হয় এবং দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করা যায়।

প্রধান বিচারপতি তদন্তের প্রতিটি ধাপে সততা ও স্বচ্ছতা অক্ষুন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি প্রত্যাশা প্রকাশ করেছেন যে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে দায়িত্ব পালন করবে।

এই ঘটনার অগ্রগতি আগামী দিনগুলোতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে ন্যায়বিচার দ্রুত ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়। এই শোকের মুহূর্তে সুপ্রিম কোর্ট শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং তাদের প্রতি গভীর সংহতি প্রকাশ করছে। 

উল্লেখ্য, বিচারক ও আদালতসমূহের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গত বছরের ২৮ নভেম্বর প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৯২৩
শিল্প ও শিক্ষার যৌথ গবেষণায় নতুন যুগের সূচনা করলো খুলনা বিশ্ববিদ্যালয়
সিলেটের জনজীবনে প্রভাব ফেলতে পারেনি লক ডাউন
দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনই একমাত্র বিকল্প : মির্জা ফখরুল
৫শ উইকেটের ক্লাবে তাইজুল
বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু আগামীকাল 
পুলিশ কর্মকর্তাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান 
নির্বাচিত সংসদ দেশের অনিষ্পন্ন সমস্যাগুলোর সমাধান করবে : ফখরুল
সিলেটে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি: আইএমএফ
১০