জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:৫০
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করতে বুধবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলন শুরুর আগে নিক্কেই ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট ও সিইও সুতসিওশি হাসেবে’র সঙ্গে সাক্ষাৎ করেন । ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

টোকিও, ২৯ মে, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে বসার অপেক্ষায় আছেন, যাতে দুই দেশের বিভিন্ন খাতে চলমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ করা যায়।

তিনি বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যে বহু খাতে সহযোগিতার সুযোগ রয়েছে, আমি এটিকে আরও এগিয়ে নিতে চাই।’

টোকিওর ইম্পেরিয়াল হোটেলে আজ বৃহস্পতিবার নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলন শুরুর আগে নিক্কেই ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট ও সিইও সুতসিওশি হাসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অধ্যাপক ইউনূস।

কোভিড-১৯ মহামারির আগে নিয়মিত জাপান সফরের কথা উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, ‘আমি নিক্কেই ফোরামের প্রতি কৃতজ্ঞ, কারণ এর মাধ্যমে জাপানে  আমার অনেক বন্ধু জুটেছে।’

অধ্যাপক ইউনূস ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন হাসেবে। 

তিনি ব্যস্ত সময়সূচির মধ্যেও অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
বরিশাল বিভাগে ২১ আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস
ভোলায় যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া সিগারেটসহ আটক ৩
জনি হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল রোববার
দেশে ব্যথাজনিত সমস্যায় ভুগছেন ৪ কোটি মানুষ
ফ্যাসিবাদ ইস্যুতে সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মো. শাহজাহান
১০