শাপলা প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপি’র

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৮:৩২ আপডেট: : ২২ জুন ২০২৫, ১৮:৫১
শাপলা প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপি’র। ছবি: বাসস

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস): শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশন (ইসি)-তে নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার বিকেলে এনসিপি’র একটি প্রতিনিধি দল কমিশনে এ আবেদন জমা দেন।

ইসিতে আবেদন দাখিল করার পর, দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি দিন। ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেভ্যুলেশনের। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত্য কমিশনের (সুপারিশকৃত) চারশত আসনের মধ্যে তিনশত আসন এনসিপি’র ঘরে থাকবে, ইনশাআল্লাহ। এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। যার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সংস্কার গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে, সে সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে সম্পন্ন করবে।

তিনি বলেন, অনেক জায়গায় আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি সেখানে ছল-চাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের দলীয় এজেন্টদেরকে আমাদের দলে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবার পদত্যাগ করিয়েছে। এই হল বাংলাদেশের রাজনৈতিক কালচার।

পাটোয়ারী বলেন, ‘যেভাবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল। তেমনি আগামী পার্লামেন্ট নির্বাচনে এনসিপি’র শাপলা প্রতীকে দেশের মানুষ ভোটের বিপ্লব ঘটাবে। এনসিপি’র নেতৃত্বে নতুন সরকার গঠন হবে।’

তিনি আরো বলেন, আমাদের দ্বিতীয় প্রতীক কলম ও তৃতীয় প্রতীক হিসেবে রেখেছি মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখবো যে, আমাদের যাতে শাপলা প্রতীক দেওয়া হয়। শাপলা মার্কার মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করবে।

নাসির উদ্দিন পাটোয়ারী আরো বলেন, আমরা সরকার গঠন করেই জরাজীর্ণ ফ্যাসিবাদী বন্দোবস্ত বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী বাংলাদেশ গঠন করব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে গত ১৫ বছরে ধ্বংস করা হয়েছে। এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই। জনগণের ভোটাধিকার প্রয়োগ করে আমরা বুঝিয়ে দিতে চাই।

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র পক্ষ থেকে আমরা আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের দল নিবন্ধনের শর্তসমূহ পূরণ করে, আমাদের দল নিবন্ধনের আবেদন এইমাত্র দাখিল করেছি। 

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আবেদন রিসিভ করেছেন। আমাদের তারা রিসিভ কপি দিয়েছেন।

এ সময় দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০