কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে মৌসুমী ফল পাঠিয়েছেন বেগম খালেদা জিয়া

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৯:৩১
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতারের আমির ও প্রধানমন্ত্রীর কাছে মৌসুমি ফল পাঠিয়েছেন। ছবি: বাসস

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মৌসুমী ফল উপহার পাঠানো হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতাস্বরূপ এই উপহার পাঠানো হয়।

আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়। মৌসুমী ফল গ্রহণ করেন দেশটির মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ  ফখরু। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি’র সম্মানে এই উপহার পৌঁছানো হয়।

এছাড়া খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতারের আমির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপহার দেওয়ার সময় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু উপস্থিত ছিলেন।

গত ২৩ জুন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ঢাকা বিমানবন্দর থেকে এই উপহার পাঠানোর সার্বিক ব্যবস্থা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
১০