পঞ্চম সংশোধনীর মূলনীতি, নির্বাহী বিভাগের জবাবদিহিতার পক্ষে মত বিএনপির: সালাহউদ্দিন আহমেদ

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ২০:২০
আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি সালাউদ্দিন আহমেদ। ছবি: বাসস

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস): জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার ষষ্ঠ দিনে পঞ্চম সংশোধনীর রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিতকরণ ও ১০ বছরের বেশি নির্দিষ্ট একজন ব্যক্তির প্রধানমন্ত্রী না থাকার বিষয়গুলোতে মত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দিনব্যাপী আলোচনার পর গণমাধ্যমে মুখোমুখি হয়ে বিএনপি’র পক্ষ থেকে এ বিষয়গুলো তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আজকের আলোচ্যসূচির অন্যতম আলোচ্য বিষয়গুলো ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)। সংবিধানে একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, এ বিধান যুক্ত করার বিষয়ে একমত হয়েছে বিএনপি।

সালাউদ্দিন আহমেদ জানান, গত মঙ্গলবার (২৪ জুন) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন এর কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে এনসিসি গঠনের পক্ষে মত দেয়নি বিএনপি। এনসিসির পরিবর্তে যেই কমিটিটি গঠন করার কথা বলা হয়েছে সেটি নিয়েও কিছু কথা বলার আছে। আইনের সংস্কার না করে নির্বাহী বিভাগকে দুর্বল করার কোনো মানে হয় না। একটি দল স্বৈরাচারে পরিণত হয়েছিল বলে নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে আনার প্রয়োজন নেই বলে আমরা মনে করি। তাই এই সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগ এর জন্য প্রস্তাবিত এই কমিটি নিয়ে বিএনপি একমত নয়।

তিনি বলেন, সাংবিধানিক পদের জন্য নিয়োগ কমিটি না করে বিদ্যমান আইনে কমিশন বা সার্চ কমিটি করে দিলেই হবে। নির্বাহী বিভাগকে যেকোনো ধরনের প্রভাব থেকে মুক্ত করা ও তাদের জবাবদিহিতা নিশ্চিত করা এখানে মূল উদ্দেশ্য। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা, আইন প্রণয়ন ও সংস্কার করে গণতন্ত্রের আওতায় আনা বিএনপির অন্যতম লক্ষ্য।

রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে তিনি বলেন, পঞ্চম সংশোধনীতে প্রণীত সংবিধানের মূলনীতির সাথে সাথে কমিশনের প্রস্তাবিত বিষয়গুলোর সাথে একমত পোষণ করেছে বিএনপি। এ বিষয়ে এখনো আলোচনা চলছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। এ সময় কমিশনের সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

ঐকমত্য গঠনের মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ প্রণয়নে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সাথে আবারো আলোচনায় বসবে ঐকমত্য কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
১০